
দ্য ওয়াল ব্যুরো: শিক্ষিকার প্রাপ্য টাকা আটকে ছিল তিন বছর ধরে। সরকারি দীর্ঘসূত্রিতায়, হাজার বার আবেদন করেও হচ্ছিল না কাজ। সেই কাজই হল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের (Justice Abhijit Ganguly) নির্দেশ পেয়ে। নির্দেশ না বলে ধমক বলাই ভাল একে। কলকাতার ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর (ডিআই)-কে উদ্দেশ্য করে বিচারপতি গঙ্গোপাধ্যায়ের কড়া নির্দেশ, ‘শ্মশান বাদ দিয়ে আর যেখানেই থাকুক সংশ্লিষ্ট ওই সরকারি কর্মচারী, তাঁকে আদালতে হাজির করুন আজ দুপুর দু’টোর মধ্যে।’
ঠিক কী ঘটেছিল?
কলকাতার মারোয়াড়ি বালিকা বিদ্যালয়ের শিক্ষিকা আশা শ্রীবাস্তবের অবসর হয় ২০২০ সালের ১ অক্টোবর। তারও এক বছর আগে, ২০১৯ সালে প্রাপ্য এরিয়ার পাওয়ার জন্য আবেদন করেন তিনি। টাকার অঙ্কে প্রায় দেড় লক্ষ। আবেদন করার একবছর পরে অবসর নেন তিনি, তার পরে কেটে যায় আরও দু’বছর। তাঁর দাবি, দফতরে দফতরে ঘুরে তিনি ক্লান্ত হয়ে পড়েন, তবু মেলেনি প্রাপ্য টাকা।
শেষমেশ কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন ওই শিক্ষিকা। জানান, রুরাল ডিপার্টমেন্টের কর্মচারী মহাদেব সরেন তাঁর টাকা আটকে রেখেছেন। সেই মামলাতেই গতকাল বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় নির্দেশ দেন, টাকা দিতে হবে যত শীঘ্র সম্ভব। কলকাতার ডিআই-কেও তিনি ডেকে পাঠান আদালতে। ডিআই এসে এদিন জানান, টাকা পেয়েছেন শিক্ষিকা। অর্থাৎ নির্দেশের ২৪ ঘণ্টার মধ্যেই কাজ হয়েছে।
তবে বিচারপতি এ কথা শুনেই শান্ত হননি। প্রশ্ন তোলেন, আদালতের নজরে আনার ৬ ঘণ্টার মধ্যেই শিক্ষিকার অবসরকালীন সব টাকা চলে এল কী করে। তিনি এদিন নির্দেশ দেন, যে সরকারি কর্মচারীর কাছে এতদিন ধরে আটকে ছিল টাকা, অর্থাৎ মহাদেব সরেন, তাঁকে আজই আদালতে হাজিরা দিতে হবে। একমাত্র শ্মশান ছাড়া তিনি যেখানেই থাকুন না কেন, হাজিরা আবশ্যিক।
জানা গেছে, রুরাল ডিপার্টমেন্টের কর্মী মহাদেব সরেনের কাছে এতদিন ধরে আটকে ছিল টাকা। কলকাতার ডিআই সেকথাই জানান আদালতে। তার পরেই কড়া ভাষায় মহাদেব সরেনকে আজ দুপুর দু’টোর মধ্যে আদালতে হাজিরার নির্দেশ দেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়।
দু’টোর সময়ে মহাদেব সরেন হাজিরা দেওয়ার পরে বিচারপতি তাঁকে ধমক দিয়ে বলেন, এই টাকা আগেই দিয়ে দিতে পারতেন ওই সরকারি কর্মচারী। কিন্তু তিনি টেবিলের তলা থেকে টাকা নেওয়ার জন্যই এতদিন ধরে ঘুরিয়েছেন শিক্ষিকাকে। সরকারি সমস্ত সুযোগ-সুবিধা নিয়েও তাঁরা ঘুষ নেওয়ার জন্য মুখিয়ে রয়েছেন। তাঁর বিরুদ্ধে তদন্ত করে দেখা হবে।
মেডিক্যাল কলেজে ধুন্ধুমার! ছাত্রভোটের দাবিতে বিক্ষোভ, ভোগান্তি রোগী পরিষেবায়, রুজু হল মামলাও