Latest News

মানিকের কার সঙ্গে প্রেম, কার কথা বললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়

দ্য ওয়াল ব্যুরো: একটি সংস্থার সঙ্গে মানিক ভট্টাচার্যর (Manik Bhattacharya) সখ্য নিয়ে সরাসরি প্রশ্ন তুলে দিলেন বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় (Justice Abhijit Ganguly)। বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলার শুনানিতে বিচারপতি এস বসু রায়চৌধুরী অ্যান্ড কোম্পানির নাম উল্লেখ করে বলেন, ‘এই কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের এত প্রেম কীসের?’

২০১৬ সালের টেট দুর্নীতি মামলার শুনানি ছিল এদিন। সেই শুনানিতে বিচারপতি গঙ্গোপাধ্যায় ডেকে পাঠিয়েছিলেন পর্ষদের তৎকালীন সচিব রত্না চক্রবর্তী বাগচীকে। তাঁর কাছে বিচারপতি গঙ্গোপাধ্যায় প্রশ্ন করেন, ২০১৬ সালের টেট পরীক্ষায় অতিরিক্ত প্যানেল প্রকাশ করা হয়নি কেন?

জবাবে রত্না বলেন, সেই সময়ে সচিব হিসেবে তাঁর কিছুই করার ছিল না। যা করতেন পর্ষদ সভাপতি করতেন। তখনই এস বসু রায়চৌধুরী অ্যান্ড কোম্পানির নাম আসে। রত্না বলেন, ওই সংস্থাকে ওএমআর শিট সংক্রান্ত কাজের জন্য লাগানো হয়েছিল। তাদের সঙ্গে কেবল পর্ষদ সভাপতি মানিক ভট্টাচার্যই সমন্বয় রাখতেন। অন্য কেউ নয়।

এরপরেই বিচারপতি গঙ্গোপাধ্যায় সিবিআইয়ের আইনজীবীর উদ্দেশে বলেন, ‘এই এস বসু রায়চৌধুরী অ্যান্ড কোম্পানির সঙ্গে মানিক ভট্টাচার্যের এত প্রেম কীসের? আপনারা জেলে গিয়ে মানিককে জিজ্ঞাসা করুন। খুঁজে দেখুন, এদের নিয়োগের আগে টেন্ডার ডাকা হয়েছিল কিনা!’

সিবিআইয়ের আইনজীবী কথা বলতে উঠলে তাঁকে কার্যত ধমক দেন বিচারপতি গঙ্গোপাধ্যায়। তিনি বলেন, ‘এবার যদি আপনারা কাজ না করেন তাহলে আপনাদের জন্যে খুব খুব বাজে সময় আসতে চলেছে। আমি পরিষ্কার জানিয়ে দিচ্ছি। শুধু লর্ড শিপ, লর্ডশিপ! কপালে দুঃখ আছে বলে দিলাম। কী হচ্ছে? সারা পশ্চিমবঙ্গবাসী অপেক্ষা করে আছে আর ইয়ার্কি হচ্ছে? আমি এবার প্রধানমন্ত্রীকে চিঠি লিখব।’

শিক্ষক নিয়োগ দুর্নীতিতে এরমধ্যে দু’টি বিষয় উঠে এসেছে। তা হল, ওএমআর শিটে জালিয়াতি এবং সার্ভারে তথ্য বদল। প্রাথমিকের ক্ষেত্রে ওএমআর শিটের বিকৃতিই বড় বিষয়। এদিন সেই সংক্রান্ত সংস্থার সঙ্গে মানিকের যোগ নিয়ে পৃথকভাবে সিবিআইকে নির্দেশ দেওয়া হল, মানিককে জেলে গিয়ে জিজ্ঞাসাবাদ করতে হবে।

নিয়োগ দুর্নীতির তদন্তে ‘এমআই ৫’-কে ডাকার কথা উল্লেখ করেছেন বিচারপতি, কী এই MI5?

You might also like