Latest News

প্রথম দিনেই ৯ কোটি! শুরুটা ভালই করল বরুণ-কিয়ারার ‘যুগ যুগ জিও’

দ্য ওয়াল ব্যুরো: রাজ মেহেতা পরিচালিত ‘যুগ যুগ জিও’ (Jugjugg Jeeyo) প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে শুক্রবার। প্রথম দিনে শুরুটা মন্দ হল না। বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানি অভিনীত এই ছবি শুরুতেই ৯ কোটি টাকার উপর ব্যবসা করে ফেলেছে। বক্স অফিসে ‘যুগ যুগ জিও’-র ব্যবসা শনিবারও চলছে রমরমিয়ে।

Jugjugg Jeeyo

বলিউড অ্যানালিস্ট তরণ আদর্শের তথ্য অনুযায়ী ‘যুগ যুগ জিও’ প্রথম দিনে মোট ৯ কোটি ২৮ লাখ টাকার ব্যবসা (box office collection) করেছে। মুম্বই ছাড়াও দিল্লিতে এই ছবির পারফরম্যান্স বেশ ভাল। সকালের চেয়ে সন্ধ্যার শো-তে আয় বেশি হয়েছে বলে জানিয়েছেন তিনি। একইসঙ্গে এও জানিয়েছেন দ্বিতীয় এবং তৃতীয় দিনে ছবিটি কেমন চলে তার উপর অনেককিছু নির্ভর করছে।

করণ জোহরের ধর্মা প্রোডাকশনের এই ছবিতে বরুণ ধাওয়ান, কিয়ারা আদবানি ছাড়াও অভিনয় করেছেন নীতু কাপুর এবং অনিল কাপুর। আলাদা করে নজর কেড়েছে তাঁদের অভিনয়। এখনও পর্যন্ত ছবিটি সমালোচকদের কাছে মিশ্র রিভিউ পেয়েছে।

আরও পড়ুন: নীতু-অনিলের পাওয়ার প্যাক অভিনয়, বরুণের কমিক টাইমিং, কেমন হল ‘যুগ যুগ জিও’?

You might also like