Latest News

জোশীমঠে ফাটলের জন্য কি চারধাম যাত্রা আটকে যাবে, জবাব দিলেন মুখ্যমন্ত্রী

দ্য ওয়াল ব্যুরো: একটা পাহড়ি জনপদ কার্যত মাটির তলায় ঢুকে যেতে বসেছে। জোশীমঠ (Joshimath) বিপর্যয়ের পর যখন আতঙ্ক বাড়ছে তখন স্বাভাবিকভাবেই প্রশ্ন উঠছিল, এবার কি চারধাম যাত্রা (Char Dham Yatra) আদৌ হবে? সংবাদসংস্থা এএনআইকে এ ব্যাপারে স্পষ্ট জবাব দিলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামী বলেছেন, জোশীমঠের ফাটল চারধাম যাত্রায় কোনও প্রভাব ফেলবে না।

উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রীর যুক্তি, এপ্রিল মাসে শুরু হবে চারধাম যাত্রা। তার আগে ১০০ দিনের মতো এখনও সময় রয়েছে। এরমধ্যে পরিস্থিতি অনেকটাই স্বাভাবিক হবে। তিনি এও জানিয়েছেন, চারধাম যাত্রার পথ, সেখানকার ভূতাত্ত্বিক পরিস্থিতি কী রয়েছে সে ব্যাপারে সরকারের কাছে যাতে সম্যক ধারণা থাকে তার জন্য একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা হয়েছে। ১৫ দিনের মধ্যে সেই রিপোর্ট জমা পড়বে।

কেদারনাথ, বদ্রিনাথ, গঙ্গোত্রী এবং যমুনোত্রী—এই চার তীর্থস্থানকে একসঙ্গে চারধাম বলা হয়। গতবার চারধাম যাত্রায় বিপুল জনসমাগম হয়েছিল। উত্তরাখণ্ড সরকার আশা করছে এবারও তাই হবে। যদিও জোশী মঠের ঘটনার পর অনেকের মধ্যেই সংশয় কাজ করছে।   

শুধু তো জোশীমঠ নয়। নৈনিতাল, মসৌরির মতো পাহাড়ি শহরেও ফাটল দেখা দিচ্ছে। যে শহরগুলি ভ্রমণপ্রিয় বাঙালির কাছেও অত্যন্ত জনপ্রিয়। সামগ্রিকভাবে উত্তরাখণ্ড নিয়ে যখন আতঙ্ক দানা বাঁধছে তখন ভয় ভাঙাতে চাইলেন সেই রাজ্যের মুখ্যমন্ত্রী। এমনিতে উত্তরাখণ্ড সরকারের রাজস্ব আদায়ের অনেকটাই আসে পর্যটন থেকে। কিন্তু ভূতাত্ত্বিক অবস্থা সেটাকেই প্রশ্নের মুখে দাঁড় করিয়ে দিয়েছে।

You might also like