Latest News

স্বাস্থ্যভবনে চাকরি দেওয়ার নামে প্রতারণা! গ্রেফতার দুই বার ডান্সার

দ্য ওয়াল ব্যুরো, উত্তর ২৪ পরগনা: স্বাস্থ্যভবনে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার নামে প্রতারণা ( Job Fraud )! বিধাননগর ( Bidhannagar ) ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশের জালে ধরা পড়ল প্রতারক দুই মহিলা!

পুলিশ সূত্রে খবর, কৃষ্ণনগরের বাসিন্দা ফুইরা শেখ নামে এক মহিলা বুধবার বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় প্রতারণার অভিযোগ জানান। তিনি জানান, কয়েকদিন আগে কৃষ্ণনগরের বাসিন্দা সুরজিৎ মণ্ডলের সঙ্গে তাঁর যোগাযোগ হয়। সুরজিৎ তাঁকে স্বাস্থ্য ভবনে গ্রুপ ডি পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বেশ কিছু টাকা নেয়।

এরপর গত ২৭ ডিসেম্বর তাঁর কাছে একটি ই-মেল আসে। সেখানে ফুইরাকে বুধবার কাগজপত্র নিয়ে সল্টলেকের স্বাস্থ্য ভবনে আসতে বলা হয়। তিনি স্বাস্থ্য ভবনে পৌঁছলে দুই মহিলা তার সঙ্গে যোগাযোগ করে। পুলিশ সূত্রে খবর, ওই দুই মহিলা ফুইরার থেকে যাবতীয় কাগজপত্রের ফোটো কপি নিয়ে স্বাস্থ্য ভবনের ভিতরে যায়। সেই সময় স্বাস্থ্য ভবনের রেজিস্টারে সই করে তাঁরা। এরপরই স্বাস্থ্য ভবন থেকে বেরিয়ে তাঁরা ফুইরাকে জানায়, যে তার চাকরি হয়ে গিয়েছে। কিন্তু তাঁকে ৫০ হাজার টাকা দিতে হবে। তাতেই সন্দেহ হয় ফুইরার। এরপর স্বাস্থ্য ভবনের কর্মীদের কাছে ওই দুই মহিলা সম্পর্কে জানাতে চাইলে তিনি বুঝতে পারেন কোনও প্রতারণা চক্রের ফাঁদে পড়েছেন।

এরপরই বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানায় অভিযোগ জানান ফুইরা। অভিযোগ পেয়ে তদন্ত করার পর ওই দুই মহিলাকে গ্রেফতার করা হয়। ধৃতদের নাম রিয়া চৌধুরী ও জয়ন্তী চৌধুরী। পুলিশ সূত্রে খবর এই দুই মহিলা বার ডান্সার। টাকার বিনিময় তারা এই কাজ করত বলে পুলিশকে জানায় ধৃত দুই মহিলা। এই চক্রের মূল পাণ্ডা সুরজিৎ মণ্ডলের খোঁজে তল্লাশি চালাচ্ছে বিধাননগর ইলেকট্রনিক্স কমপ্লেক্স থানার পুলিশ।

নাবালিকা ধর্ষণে অভিযুক্ত মোহন্ত! আশ্রম থেকে গ্রেফতার করল পুলিশ

You might also like