
দ্য ওয়াল ব্যুরো, বাঁকুড়া: উৎসবের আবহেই ‘কালী ক্ষেত্র’ হিসেবে পরিচিত বাঁকুড়ার সোনামুখীতে (Sonamukhi) পরপর তিনটি কালী মন্দিরে (Kalimandir) দুঃসাহসিক চুরির ঘটনা ঘটল। প্রায় ১৫ লক্ষ টাকার গয়না (Jewelery) খোয়া গেছে বলে জানা গেছে। বুধবার সকালে এই ঘটনা প্রকাশ্যে আসতেই সোনামুখী শহর জুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলগুলি ঘুরে দেখেছে পুলিশ।
১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকার চ্যাটার্জী পরিবারের কালী মন্দিরে হানা দেয় চোরের দল। চুরি হয়েছে ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পাড়ার চৌধুরী পরিবারের ৫০০ বছরের পুরোনো কালী মন্দিরে। ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকার বায়োয়ারি কালী মন্দিরেও একই কায়দায় চুরি করে চোর। ১৫ নম্বর ওয়ার্ডের চামুণ্ডা কালীতলা এলাকার চ্যাটার্জী পরিবারের কালী প্রতিমার প্রায় ১২ লক্ষ টাকার গয়না হাতিয়ে নিয়েছে চোর। জানা গেছে, ১৪ নম্বর ওয়ার্ডের চৌধুরী পরিবারের প্রতিমার দেড় লক্ষ টাকার গয়না খোয়া গেছে। ৯ নম্বর ওয়ার্ডের কৃষ্ণবাজার এলাকার বায়োয়ারি কালী প্রতিমারও আনুমানিক দেড় লক্ষ টাকার গয়না চুরি হয়ে গেছে।
কালীপুজোর মরসুমে পরের পর এমন চুরির ঘটনায় পুলিশের নজরদারি নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। উৎসবের আবহে মানুষ আরও বেশি সতর্ক। সেই সময় এই ধরণের ঘটনা কীভাবে ঘটল তা বুঝে উঠতে পারছেন না কেউ। সোনামুখী পুরসভার চেয়ারম্যান সন্তোষ চ্যাটার্জী বলেন, “বিষয়টি দুর্ভাগ্যজনক। এই চুরির পিছনে বড়সড় কোনও চক্র থাকতে পারে বলে মনে করা হচ্ছে। পুলিশ অত্যন্ত গুরুত্ব দিয়ে বিষয়টি দেখছে।”