
দ্য ওয়াল ব্যুরো: ২০২১ সালের জয়েন্ট এন্ট্রাস অ্যাডভান্সড (JEE Advanced) পরীক্ষার ফল প্রকাশিত হল। শুক্রবার সকালে এই ফল প্রকাশ করেছে এনটিএ তথা ন্যাশানাল টেস্টিং এজেন্সি।
জেল ক্যানটিন থেকে খাবার কেনার জন্য আরিয়ানকে পাঠানো হল ৪৫০০ টাকা
দিল্লি আইআইটির ছাত্র মৃদুল আগরওয়াল এবছর জয়েন্ট অ্যাডভান্সে প্রথম স্থান অধিকার করেছেন। ৩৬০-এর মধ্যে তাঁর প্রাপ্ত নম্বর ৩৪৮। মৃদুলের এই দুরন্ত রেজাল্টে আপ্লুত তাঁর পরিবারের লোকজন এবং শিক্ষক-শিক্ষিকারা।
জয়েন্ট অ্যাডভান্সে এবছর মেয়েদের মধ্যে প্রথম স্থানও দিল্লি আইআইটির দখলেই। কাব্য চোপড়া মেয়েদের মধ্যে প্রথম হয়েছেন। তাঁর প্রাপ্ত নম্বর ৩৬০-এর মধ্যে ২৮৬। তাঁর সিআরএল হল ৯৮।
জয়েন্ট এন্ট্রান্স বোর্ডের অফিসিয়াল ওয়েবসাইটে (jeeadv.ac.in) সম্পূর্ণ রেজালট আপলোড করা হয়েছে। ছাত্র-ছাত্রীরা পরীক্ষার রোল নম্বর এবং বাকি প্রয়োজনীয় তথ্য দিয়ে সেখান থেকেই রেজাল্ট দেখতে পাবেন।
এবছর জয়েন্ট অ্যাডভান্সের উত্তরপত্র দেখার জন্য jeeadv.ac.in/paper2021.php এই ওয়েবসাইটে লোগো ইন করতে হবে।
এবছর জয়েন্ট অ্যাডভান্সড পরীক্ষায় বসেছিলেন ১ লক্ষ ৪১ হাজার ৬৯৯ জন ছাত্রছাত্রী। তাঁদের মধ্যে ৪১ হাজার ৮৬২ জন পরীক্ষায় পাশ করেছেন। অক্টোবরের ৩ তারিখ পরীক্ষা হয়েছিল।