
দ্য ওয়াল ব্যুরো: গত ছ’ঘণ্টা ধরে ঘণ্টায় ৩২ কিলোমিটার বেগে এগিয়ে আসছে নিম্নচাপ। বঙ্গোপসাগরে ঘনীভূত এই নিম্নচাপের অভিমুখ উত্তর-পশ্চিম দিকে। আবহাওয়া দফতর জানাচ্ছে, আজ ভোর সাড়ে পাঁচটায় এটি গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। বিশাখাপত্তনম থেকে ৫৮০ কিলোমিটার এবং পারাদ্বীপ থেকে ৭৬০ কিলোমিটার দূরে অবস্থান করছে এটি।
বিশেষজ্ঞরা জানাচ্ছেন, এই গতিতে একই অভিমুখে এগোতে থাকলে আগামী ১২ ঘণ্টায় শক্তি বাড়িয়ে সাইক্লোনে পরিণত হবে এই নিম্নচাপ। শনিবার সকালে এটি উত্তর অন্ধ্রপ্রদেশ অথবা ওড়িশা উপকূলে পৌঁছোবে। সেখান থেকে আবার গতিপথ পরিবর্তন। এবার অভিমুখ উত্তর ও উত্তর পূর্ব দিক। শনিবার দুপুরের পর এটি প্রথমে উত্তর অন্ধপ্রদেশ উপকূল বরাবর এবং পরে ওড়িশা উপকূল বরাবর এগোবে। ৮০ থেকে ১১০ কিলোমিটার বেগে বইতে পারে ঝোড়ো হাওয়া।
মৎস্যজীবীদের সতর্ক করা হয়েছে ইতিমধ্যেই। জাওয়াদের প্রভাবে বাংলার উপকূলে সমুদ্র উত্তাল হবে। শনিবার সকালে সমুদ্র উপকূলে বাতাসের গতিবেগ ৬৫ থেকে ৮০ কিলোমিটার হতে পারে। শুক্রবার থেকে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে মাছ ধরতে যাওয়া নিষেধাজ্ঞা ঘোষণা করেছে সরকার।
কলকাতা-সহ গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলায় বৃষ্টি এবং উপকূল ও সংলগ্ন জেলাগুলিতে ঝড় বৃষ্টির সম্ভাবনা কাল থেকেই। শনি-রবিবার ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে।
দেখে নিন সপ্তাহের কোন দিন কেমন থাকবে আবহাওয়া।
শুক্রবার: আবহাওয়ার পরিবর্তন হবে, মেঘলা আকাশ। উপকূলের দুই জেলা পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে ও কিছুটা দক্ষিণ ২৪ পরগনায় আংশিক মেঘলা আকাশ কোথাও পুরোপুরি মেঘলা আকাশ। দাপট বাড়বে পূবালী হাওয়ার।
শনিবার: বৃষ্টি বাড়বে, সঙ্গে ঝোড়ো হাওয়ার দাপট। অতি ভারী বৃষ্টির সম্ভাবনা পূর্ব মেদিনীপুরে। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বইতে পারে। বিক্ষিপ্ত ভাবে ভারী বৃষ্টি হতে পারে পশ্চিম মেদিনীপুরে। উপকূলের বাকি জেলায় হালকা বৃষ্টির সম্ভাবনা। বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া এবং ঝাড়গ্রামে।
রবিবার: বৃষ্টির ব্যাপকতা আরো বাড়বে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গের সব জেলাতেই হালকা থেকে মাঝারি বৃষ্টি। সঙ্গে ঝোড়ো হাওয়ার গতিবেগ। পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, ঝাড়গ্রাম এবং হাওড়াতে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা। ৪০-৫০ কিলোমিটার গতিবেগে ঝড়ো হাওয়া বইতে পারে কলকাতা, ঝাড়গ্রাম, হাওড়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুরে। বাঁকুড়া, পুরুলিয়া, বীরভূম, পশ্চিম বর্ধমান, হুগলি, নদিয়া, মুর্শিদাবাদ, পূর্ব বর্ধমান এবং উত্তরবঙ্গের মালদা জেলাতেও ভারী বৃষ্টির পূর্বাভাস। এই জেলাগুলিতে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার দাপট থাকবে।
দেখুন সরকারি সতর্কতা।
কলকাতার আকাশ
আজ, শুক্রবার থেকে আবহাওয়ার পরিবর্তন হবে কলকাতাতেও। আংশিক মেঘলা আকাশ, সঙ্গে হালকা পূবালী বাতাস বইতে থাকবে। আগামীকাল, শনিবার সন্ধ্যায় বা রাতে দু-এক পশলা হালকা থেকে মাঝারি বৃষ্টির পূর্বাভাস। সঙ্গে ৩০-৪০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া বইবে কলকাতায়।
রবিবার বৃষ্টি ও ঝড় বাড়বে কলকাতায়। ৫০ কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সর্তকতা কলকাতা শহরে। হালকা বৃষ্টি চলবে সোমবারও।
আজ কলকাতায় সর্বনিম্ন তাপমাত্রা ১৮.১ ডিগ্রি সেলসিয়াস। গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল স্বাভাবিক, ২৯.৭ ডিগ্রি সেলসিয়াস। বাতাসে জলীয়বাষ্পের সর্বোচ্চ পরিমাণ ৯৪ শতাংশ।