
দ্য ওয়াল ব্যুরো: বোমা ফাটালেন জাভেদ মিয়াঁদাদ (Javed Miandad)। ইতিমধ্যেই পাকিস্তানে এশিয়া কাপ (Asia Cup) বাতিল করা হয়েছে। ভারতীয় দলও (Team India) খেলতে যাবে কিনা সংশয়ে রয়েছে। এর মধ্যেই পাকিস্তানের বিতর্কিত ক্রিকেটার মিয়াঁদাদ বলে দিয়েছেন, ‘‘ভারতীয় দল যদি পাকিস্তানে খেলতে নাও আসে, তা হলে বিন্দুমাত্র ক্ষতি হবে না। আমি তো বলব ওরা জাহান্নমে যাক।’’
এর আগেও ক্রিকেটার তো জীবনে তো বটেই, অবসর নিয়েও বহুবার মিয়াঁদাদ ভারত-বিদ্বেষী মন্তব্য করেছেন। এবার অবশ্য সবকিছুর উর্ধ্বে চলে গেলেন। এভাবে একটি জাতীয় দলের বিরুদ্ধে বলা যায় কিনা, সেই নিয়েও প্রশ্ন উঠছে।
ভারতীয় দল এশিয়া কাপ খেলতে পাকিস্তানে যাবে না বলেই টুর্নামেন্ট হতে পারে নিরপেক্ষ স্থানে। এশিয়া কাপ পাক মাটিতে না হওয়ার কারণে বহু অর্থ লোকসান হয়েছে। সেই নিয়ে বিষ উগরে দিলেন পাক দলের প্রাক্তন অধিনায়ক।
মিয়াঁদাদ নিজের দেশে একটি অনুষ্ঠানে এও জানিয়েছেন, ‘‘আমি ভারতের অন্যায়ের বিরুদ্ধে বারবার সরব হয়েছি। ওরা ভুল করলে আমি চুপ করে থাকিনি। এবারও ওরা এশিয়া কাপে খেলতে না এলে সমস্যা হবে না। ওরা বরং জান্নানমে যেতে পারে।’’
পাকিস্তানের নামী প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ভারতীয় দল আসলে পাকিস্তানকে সবসময় ভয় পায়। যদি ওরা পাক দলের কাছে হেরে যায়, ওদের দেশের মানুষ ক্ষমা করে না। তাই পাক দলকে এড়িয়ে যেতে চায় সবসময়ই।
পাকিস্তানের নামী প্রাক্তন ক্রিকেটার মনে করছেন, ভারতীয় দল আসলে পাকিস্তানকে সবসময় ভয় পায়। যদি ওরা পাক দলের কাছে হেরে যায়, ওদের দেশের মানুষ ক্ষমা করে না। তাই পাক দলকে এড়িয়ে যেতে চায় সবসময়ই।
৬৫ বছর বয়সী এই নামী প্রাক্তন আরও বলেন, ‘‘ভারত সবসময় পালিয়ে বাঁচে, ওদের পাক দলের বিরুদ্ধে মোকাবিলা করার সাহস নেই। আমাদের কাছে হারলে ভারতের মানুষ হাঙ্গামা শুরু করে দেয়, এটাই ওদের রীতি। আমি তো বলব, আইসিসি-র উচিত ভারতীয় বোর্ডের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া।’’
শিখর অন্য নারীতে আসক্ত, প্রাক্তন স্ত্রীর অভিযোগের পরেও আদালতে গব্বর