
If “ bully bai” was really masterminded by an 18 year old girl who has recently lost her parents to cancer n Corona I think the women or some of them meet her and like kind elders make her understand that why what ever she did was wrong . Show her compassion and forgive her .
— Javed Akhtar (@Javedakhtarjadu) January 5, 2022
গত বছর প্রথম তার মা মারা যান ক্যান্সারে, কিছুদিন বাদে কোভিড ১৯ এ চলে যান বাবাও। মেয়েটির বড় দিদি কমার্স স্নাতক, ছোট বোন, ভাই স্কুলে পড়ে। সে ইঞ্জিনিয়ারিং এনট্রান্সের প্রস্তুতি নিচ্ছিল। JattKhalsa07 ভুয়ো ট্যুইটার হ্যান্ডল খুলে সে ঘৃণা-ভাষণ, অশালীন ছবি পোস্ট করে যাচ্ছিল।
কয়েকশো মুসলিম মহিলার ছবি তাঁদের সোস্যাল মিডিয়া অ্যাকাউন্ট থেকে চুরি করে গিট হাবে বুল্লি বাই অ্যাপে আপলোড করে তাদের ভার্চুয়াল নিলামের ডাক দেওয়া হয়েছে, যা নিয়ে শোরগোল চলছে।
প্রসঙ্গত, জাভেদ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর ষিসমালোচনা ও বুল্লি বাই বিতর্কে মুখ খোলায় সোস্যাল মিডিয়ার একাংশে তাঁর পূর্বসূরী ফজল-ই-হক খায়েরবন্দির খ্যাতি নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।