Latest News

ইংল্যান্ডের বিরুদ্ধে টেস্টে অধিনায়ক বুমরা! কপিলের জুতোয় পা গলাচ্ছেন জসপ্রীত

দ্য ওয়াল ব্যুরো: জল্পনা চলছিল। অবশেষে সেই জল্পনা সত্যিই হল। ইংল্যান্ডের বিরুদ্ধে আসন্ন টেস্ট ম্যাচে অধিনায়ক হচ্ছেন জসপ্রীত বুমরা (Jasprit Bumrah)। সংবাদ মাধ্যম সূত্রে খবর, করোনার কারণে এজবস্টনের ম্যাচে খেলতে পারবেন না রোহিত শর্মা। তাই সেই জায়গায় ভারতকে নেতৃত্ব দেবেন বুমরা।

দিন কয়েক আগেই ভারতীয় অধিনায়ক রোহিত শর্মার করোনা আক্রান্ত হওয়ায় খবর মেলে। সেই থেকেই শুরু হয় জল্পনা। যদি রোহিত আসন্ন টেস্ট ম্যাচে না খেলতে পারেন তাহলে কে নেতৃত্ব দেবে ভারতকে? সেই দৌড়ে এগিয়ে ছিলেন বুমরা। কারণ, রোহিতের পাশাপাশি এই ম্যাচে অনুপস্থিত সহ অধিনায়ক কে এল রাহুলও। তাঁর অনুপস্থিতিতে বুমরা হয়েছিলেন দলের সহ অধিনায়ক। তাই রোহিতের অনুপস্থিতিতে তাঁর কাঁধেই যে দায়িত্ব যাবে তা বলার অপেক্ষা রাখে না।

সবকিছু ঠিক থাকলে আগামী ১ জুলাই থেকে বাকিংহ্যামে হওয়া টেস্ট ম্যাচে বুমরাই হচ্ছেন অধুলিনায়ক। সূত্রের খবর, ইতিমধ্যেই সেই কথা জানিয়ে দেওয়া হয়েছে ভারতীয় এই পেসারকে। বিশ্ব ক্রিকেটেও পেস বোলার অধিনায়ক তেমন একটা দেখা যায় না। ভারতের এর আগে শুধু পেস বোলার অধিনায়ক ছিলেন কপিল দেব।

সেই ১৯৮৭ সালের মার্চে কপিল দেব শেষ ফাস্ট বোলার হিসাবে ভারতীয় দলকে নেতৃত্ব দিয়েছিলেন। তারপর তিন দশক কেটে গেছে। ভারতীয় অধিনায়ক হিসেবে আর কোন ফাস্ট বোলারকে দেখা যায়নি।

You might also like