
দ্য ওয়াল ব্যুরো: প্রচণ্ড তুষারপাতের (snowfall) জেরে ফের ধস (landslide) নামল জম্মু-শ্রীনগর হাইওয়েতে (Jammu-Srinagar highway)। সোমবারের পর মঙ্গলবার ফের ধসের জেরে এদিন বন্ধ করে দেওয়া হয়েছে জম্মু-শ্রীনগর হাইওয়ে। ফলত চরম ভোগান্তিতে পড়েছেন কাশ্মীরে ঘুরতে যাওয়া বহু পর্যটক। এমনকী তুষারপাতের কারণে বিমান চলাচলেও বড়সড় বিপত্তি দেখা দিয়েছে।

সোমবার বানিহালের কাছে এই হাইওয়েতে একবার ধস নেমেছিল। মঙ্গলবার ফের রামবান জেলায় জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর ধস নামে। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, বাধ্য হয়ে প্রশাসন যান চলাচল বন্ধ করে দেয় হাইওয়েতে। উল্লেখ্য, সড়কপথে কাশ্মীরের সঙ্গে গোটা দেশের সংযোগের একমাত্র মাধ্যম এই জম্মু-শ্রীনগর হাইওয়ে, যা ২৭০ কিলোমিটার দীর্ঘ।
রামবান জেলার ট্রাফিক পুলিশের তরফে আপাতত জম্মু-শ্রীনগর হাইওয়ে দিয়ে যাতায়াতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে। ২৭০ কিলোমিটার দীর্ঘ হাইওয়ের বিভিন্ন প্রান্তে ৬০০-র বেশি গাড়ি আটকে পড়েছে। ইতিমধ্যে হাইওয়ে পরিষ্কার করার কাজ শুরু হয়েছে। উদ্ধারকারী দলেরা মেশিনের মাধ্যমে জম্মু-শ্রীনগর হাইওয়ের উপর থেকে ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তা পরিষ্কার করার কাজ শুরু করেছে। তবে কতক্ষণে ধ্বংসাবশেষ সরিয়ে রাস্তায় যান চলাচল শুরু করা যাবে, সে বিষয়ে এখনই নিশ্চিত করে বলতে পারছে না স্থানীয় প্রশাসন।
অন্যদিকে প্রচণ্ড তুষারপাতের জেরে রীতিমতো স্তব্ধ হয়ে গিয়েছে শ্রীনগর-সহ বিস্তীর্ণ এলাকা। জম্মুর পুঞ্চ জেলা ও কাশ্মীরের সোপিয়ান জেলার সংযোগকারী মুঘল রোডও বরফের সাদা চাদরে ঢেকে গিয়েছে। এমনকী তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দরে বিমান পরিষেবাতেও বিঘ্ন ঘটেছে। সকাল থেকে বেলা অবধি একাধিক বিমানের উড়ানে দেরি হয়েছে।
নাবালকের সঙ্গে প্রেম, যৌনতায় মত্ত বিবাহিত মহিলা! যৌন নির্যাতনের অভিযোগে গ্রেফতার