Latest News

কাশ্মীরে ফের ‘টার্গেট কিলিং’! জঙ্গি হামলায় নিহত ১, আহত ২, সকলেই বিহারের শ্রমিক

দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) পুলওয়ামায় একটি জঙ্গিদের গ্রেনেড হামলায় এক ব্যক্তি নিহত এবং দু’জন আহত হয়েছেন (Target Killing)। তিনজনই কাজের সন্ধানে যাওয়া বিহারের শ্রমিক বলে জানা গিয়েছে। ঘটনাটি ঘটেছে পুলওয়ামায়র গাণ্ডুরা এলাকায়।

প্রাথমিক তদন্তের পর নিরাপত্তা বাহিনীর অনুমান, একেবারে পরিকল্পিতভাবে নিশানা করেই এই হত্যাকাণ্ড ঘটানো হয়েছে। যা থেকে মনে করা হচ্ছে, ভিন রাজ্যের বাসিন্দাদের ক্রমে টার্গেট করা শুরু করছে জঙ্গিরা। সাম্প্রতিককালের মধ্যে একটি দ্বিতীয় ঘটনা।

প্রসঙ্গত, ২০১৯-এ আজকের দিনে অর্থাৎ ৫ অগাস্ট জম্মু-কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা (৩৭০ নম্বর অনুচ্ছেদ) প্রত্যাহার করে নিয়েছিল নরেন্দ্র মোদী সরকার। লাদাখকে আলাদা কেন্দ্রশাসিত অঞ্চল ঘোষণা করা হয়। সেই থেকে জম্মু-কাশ্মীরেও সরকার ও বিধানসভা ভেঙে দিয়ে রাষ্ট্রপতি শাসন জারি আছে। ওই সিদ্ধান্তের প্রতিবাদে রাজনৈতিক দলগুলি সরব। বাড়ে জঙ্গি তৎপরতাও। মনে করা হচ্ছে, ওই সিদ্ধান্তের প্রতিবাদ জানাতেও হত্যার জন্য আজকের দিনটি বেছে নিয়ে থাকতে পারে জঙ্গিরা।

৩৭০ নম্বর অনুচ্ছেদ রদ হওয়ার পর থেকেই জঙ্গি সংগঠনগুলি নতুন করে কাশ্মীরি পণ্ডিতদের উপর হামলা শুরু করে। সেই সঙ্গে ভিন রাজ্য থেকে কর্মসূত্রে যাওয়া লোকজনকেও টার্গেট করা হচ্ছে। মাস দুই আগে একজন ব্যাঙ্ক ম্যানেজারকে জঙ্গিরা হত্যা করে। তিনি রাজস্থানের বাসিন্দা। চাকরি সূত্রে কাশ্মীরে বদলি হয়েছিলেন।

নিরাপত্তা বাহিনী জানিয়েছে, গাণ্ডুরা এলাকায় এই পরিযায়ী শ্রমিকদের ওপর গ্রেনেড ছোড়ে জঙ্গিরা। নিহত শ্রমিকের নাম মহম্মদ মুমতাজ। তিনি বিহারের সাকওয়া পারসার বাসিন্দা। আহত মহম্মদ আরিফ এবং মহম্মদ মজবুল বিহারের রামপুরের বাসিন্দা।

ঘটনার পর এলাতা জুড়ে তল্লাশি অভিযান শুরু হয়েছে। জম্মু ও কাশ্মীরের বক্তব্য, বাহিনীর লাগাতার অভিযানের মুখে টার্গেট কিলিংয়ে হ্রাস টানা গিয়েছিল। জঙ্গিরা ফের পুরনো কৌশল নিয়েছে।

সদ্যোজাত মেয়েকে মাটিতে পুঁতে দিল কে! জীবিত অবস্থায় উদ্ধার করলেন গুজরাতের কৃষক

You might also like