Latest News

Jammu and Kashmir: ৩৭০, ৩৫-এ বাতিলের পর উপত্যকায় ভিন্ রাজ্যের মাত্র ৩৪ জন জমি কিনেছেন

দ্য ওয়াল ব্যুরো: ২০১৯-এর ৫ আগস্ট সংসদে জম্মু-কাশ্মীরের (Jammu and Kashmir) বিশেষ মর্যাদার সাংবিধানিক দুই অনুচ্ছেদ ৩৭০ এবং ৩৫-এ বাতিল করেছিল নরেন্দ্র মোদীর সরকার। এর মধ্যে, ৩৭০ ধারা ছিল জম্মু-কাশ্মীর রাজ্যের কতগুলি বিশেষ ক্ষমতা। অন্যদিকে, ৩৫-এ ছিল ওই রাজ্যের মানুষের বিশেষ অধিকার। তা হল, ওই রাজ্যে জমি-সহ স্থাবর সম্পত্তি কিনতে পারবেন শুধুমাত্র ওই রাজ্যের বাসিন্দারাই। অন্য রাজ্যের কেউ সেখানে স্থাবর সম্পত্তির মালিক হতে পারেন না।

এই বিশেষ অধিকার খারিজ করার মধ্য দিয়ে গোটা দেশের সামনে জম্মু-কাশ্মীরে (Jammu and Kashmir) সম্পত্তি কেনার দরজা উন্মুক্ত হয়ে গিয়েছে।

তবে, অনুচ্ছেদ বাতিলের পর প্রায় তিন বছর পেরিয়ে গেলেও এখনও পর্যন্ত মাত্র ৩৪ জন সেখানে জমি জায়গা কিনেছেন। স্বরাষ্ট্র মন্ত্রকের প্রতিমন্ত্রী নিত্যানন্দ রাই সংসদে এক প্রশ্নের জবাবে এই তথ্য জানান।

তিনি জানান, জম্মু এবং কাশ্মীর (Jammu and Kashmir) দুই প্রান্তের মোট চার জেলায় জমি কিনেছেন ক্রেতারা। জম্মু-কাশ্মীর প্রশাসন সূত্রে জানা গিয়েছে, তাদের এই ৩৪ ক্রেতা পাঞ্জাব ও দিল্লির বাসিন্দা। জমির পরিমাণ বেশি নয়। বেশিরভাগেরই হোটেল, ব্যবসার জন্য জমি কিনেছেন।

তিন বছরে মাত্র ৩৪ জন ভিন্ রাজ্যের বাসিন্দা জমি কিনলেও ইতিমধ্যে জমির দাম দ্বিগুণ চড়েছে। বিশেষ মর্যাদা বহাল থাকার সময় কাঠাপিছু গড় দাম ছিল তিন লাখ টাকা। এখন তা বেড়ে হয়েছে ছ’লাখ টাকা।

প্রসারণের বক্তব্য, ভিন রাজ্যের বাসিন্দাদের জমি জায়গা কেনাতে আগ্রহ তৈরি হবে জম্মু-কাশ্মীর (Jammu and Kashmir) লম্বা সময় ধরে শান্ত থাকলে। সেই পর্ব শুরু হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ গত সপ্তাহে ওই রাজ্য সফরে গিয়ে বলেছেন, সেই দিন বেশি দূরে নয়, যখন আধাসেনায় মুড়ে রাখতে হবে না রাজ্যটিকে।

১১০ দিনে ৬ হাজার কিলোমিটার! দৌড়ের মাইলফলক, রাজস্থানের তরুণীর দুরন্ত রেকর্ড

You might also like