
দ্য ওয়াল ব্যুরো: জম্মু-কাশ্মীরের প্রাক্তন মুখ্যমন্ত্রী মেহবুবা মুফতিকে (Mehbooba Mufti) ফের গৃহবন্দি (House arrest)করল স্থানীয় প্রশাসন। কাশ্মীরের (Jammu and Kashmir) বাড়িতেই রাখা হয়েছে তাঁকে।
এর আগে ২০১৯- এ জম্মু ও কাশ্মীরের বিশেষ সাংবিধানিক মর্যাদা ৩৭০ নম্বর অনুচ্ছেদ প্রত্যাহার করে নেয় নরেন্দ্র মোদীর সরকার। তখন ওপর দুই প্রাক্তন মুখ্যমন্ত্রী ফারুক আবদুল্লাহ ও ওমর আবদুল্লাহর পাশাপাশি মেহবুবাকেও গৃহবন্দি করে রেখেছিল প্রশাসন। তখন লাদাখকে আলাদা করে কেন্দ্র শাসিত রাজ্যের মর্যাদা দেওয়া হয়।
এদিন মেহবুবা তাঁকে গৃহবন্দি করার খবর টুইটারে জানিয়ে বলেন, তিনি সফিয়ানে আক্রান্ত কাশ্মীরি পণ্ডিতদের সঙ্গে দেখা করতে যাবেন বলে প্রস্তুতি নিয়েছিলেন। কিন্তু প্রশাসন আটকে দেয়।
প্রশাসনের বক্তব্য, নিরাপত্তার কারণেই প্রাক্তন মুখ্যমন্ত্রীকে যেতে দেওয়া হয়নি। বিরোধীদের অভিযোগ অবশ্য ভিন্ন। তারা বলছে, মোদী সরকার চায় না, বিরোধী দলগুলি রাজনৈতিক কার্যক্রমের সুযোগ পাক। সেই কারণেই যেতে না দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আসলে বিরোধীদের গৃহবন্দি করে রেখে রাজ্যে বিধানসভার ভোটে করিয়ে নিতে চাইছে বিজেপি। যাতে তারা একক শক্তিতে ক্ষমতা দখল করতে পারে।
একই সঙ্গে দুটি বিষয়ে ডিগ্রি কোর্স করা যাবে, জানালেন ইউজিসি’র চেয়ারম্যান