Latest News

Jalpaiguri: লাইনের উপর গ্যাস সিলিন্ডার রেখে চলছে ঝালাই, দুরন্ত বেগে ছুটে এল কাঞ্চনকন্যা এক্সপ্রেস! তারপর…

দ্য ওয়াল ব্যুরো: ট্রেন লাইনের উপরে কাজ চলছিল। ঝালাইয়ের কাজ করছিলেন কর্মীরা। লাইনের উপর রাখা ছিল গ্যাস সিলিন্ডারও (Jalpaiguri)। আর সেই মুহূর্তেই দুরন্ত গতিতে ছুটে আসে এক্সপ্রেস ট্রেন। চালক সতর্ক না হলে বড়সড় দুর্ঘটনার মুখে পড়তে হত কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে (Kanchankanya Express)।

আরও পড়ুন: ‘অপারেশন লোটাস’, রাজস্থানে বিধায়কদের হোটেল-বন্দি করছে ক্ষমতাসীন কংগ্রেসই

ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ির (Jalpaiguri) বানারহাট স্টেশনের আগে। সেখানেই দেবপাড়া চা বাগান সংলগ্ন এলাকায় রেললাইনের উপর কাজ চলছিল। বেসরকারি কোম্পানির লোকজন লাইন মেরামতির কাজ করছিলেন। কিন্তু লাইনে যে কাজ চলছে স্টেশন মাস্টারের কাছে সেই খবরই ছিল না। তাই কলকাতা থেকে আলিপুরদুয়ার গামী ১৩১৪৯ কাঞ্চনকন্যা এক্সপ্রেসকে সবুজ সঙ্কেত দিয়ে দেন তিনি। সতর্কবার্তাও দিতে পারেননি। তাতেই এই বিপত্তি।

দূর থেকে লাইনে কাজ চলছে দেখতে পান চালক। এমার্জেন্সি ব্রেক কষে তিনি কোনওরকমে ট্রেন থামাতে সক্ষম হন। অল্পের জন্য বেঁচে যায় কাঞ্চনকন্যা এক্সপ্রেস। অবশ্য বানারহাট স্টেশনে ট্রেন আসার পর ট্রেনের চালক বা গার্ড এ বিষয়ে স্টেশনে কোনও রিপোর্ট করেননি।

বানারহাট স্টেশনের স্টেশন মাস্টার ধর্মেন্দ্র কুমার জানিয়েছেন, লাইনে কাজ চলছে সেই খবর স্টেশনে ছিল না। ট্রেন স্টেশনে আসার পর চালক এবং গার্ডের কাছ থেকে মৌখিকভাবে তিনি জানতে পেরেছেন লাইনের উপর অক্সিজেন সিলিন্ডার রেখেই কাজ চলছিল। ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

You might also like