
দ্য ওয়াল ব্যুরো: মৃত রোগীর নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাতের অভিযোগ উঠল জলপাইগুড়ি সদর হাসপাতালে পিপিপি মডেলে থাকা ডায়ালিসিস ইউনিট কর্তৃপক্ষের বিরুদ্ধে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়িতে (Jalpaiguri)।
জানা গেছে, জলপাইগুড়ি (Jalpaiguri) সদর হাসপাতালে একটি ডায়ালিসিস ইউনিট রয়েছে। যেটি পিপিপি মডেলে কলকাতার একটি সংস্থার দ্বারা পরিচালিত হয়। রোগী ও তাঁদের আত্মীয় পরিজনদের অভিযোগ, এই ডায়ালেসিস কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরেই মৃত ব্যক্তিদের নামে ভুয়ো বিল বানিয়ে টাকা আত্মসাৎ করছে। এই ঘটনার বিরুদ্ধে তাঁরা শুক্রবার হাসপাতাল চত্বরে একটি সাংবাদিক সম্মেলন করে এবং সাংবাদিকদের হাতে কিছু ভুয়ো বিলের কপি তুলে দিয়ে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তি গ্রহনের দাবি জানিয়েছেন।
ব্যস্ততা বাড়ছে, কল্যাণীতে দাঁড়াক এক্সপ্রেস ও মেল ট্রেন! রেলকে চিঠি পড়ুয়া-অধ্যাপক-গবেষকদের
রোগীদের পক্ষ থেকে যেই নামগুলির ভুয়ো বিলের কপি দেওয়া হয়েছে, তার মধ্যে অন্যতম ছিলেন জলপাইগুড়ি (Jalpaiguri) পুরসভার ৯ নম্বর ওয়ার্ডের বাসিন্দা দলবাহাদুর বিশ্বকর্মা। যিনি পেশায় একজন পুলিশ আধিকারিক ছিলেন। অবসর নেওয়ার পর তাঁর কিডনির অসুখ ধরা পরে। এরপর তিনি প্রায় দু’বছর ধরে জলপাইগুড়ি সদর হাসপাতালে ডায়ালিসিস নিয়েছিলেন। গত ২০২১ সালের ২৩শে জুন তারিখে মৃত্যু হয় তাঁর।
অভিযোগ ২০২১-এর জুন মাসের পর থেকে মৃত দলবাহাদুর বিশ্বকর্মার নামে ২০২২ সালের এপ্রিল মাস পর্যন্ত ভুয়ো বিল তৈরি হয়েছে। তাঁর পরিবার এই ঘটনা জানার পর রীতিমত অবাক হয়ে যান। উপযুক্ত তদন্ত করে অভিযুক্তদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ওই পরিবার।
ঘটনায় জলপাইগুড়ি মুখ্য স্বাস্থ্য আধিকারিকের দায়িত্বে থাকা ডাক্তার জ্যোতিষ চন্দ্র দাস বলেন, তিনি এইধরনের কোনও লিখিত অভিযোগ পাননি। তবে অভিযোগ পেলে তদন্ত করা হবে বলে আশ্বাস দিয়েছেন।