
দ্য ওয়াল ব্যুরো, জলপাইগুড়ি: জঙ্গলে জ্বালানি কাঠ কুড়োতে গিয়ে বুনো হাতির হামলায় ( Jalpaiguri Elephant Attacked ) মৃত্যু হল দুজনের। এই ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে। মৃতদের নাম নিমা মাহালি (২৯) ও অনিতা মাহালি (১৮)। তাদের বাড়ি নাগরাকাটা ব্লকের চম্পাগুড়ি গ্রামপঞ্চায়েত এলাকার হিলা চাবাগানের ২ নম্বর লাইনে। ঘটনাটি ঘটেছে নাগকাকাটার সিপচু জঙ্গলে।
হাইমাদ্রাসার পরিচালন সমিতির নির্বাচন ঘিরে উত্তপ্ত রতুয়া, চলল গুলি, বোমা
জলঢাকা নদীর পারে রয়েছে সিপচু জঙ্গল। সেখানে শনিবার কয়েকজন সঙ্গীর সঙ্গে জ্বালানির জন্য কাঠ কুড়োতে গিয়েছিলেন নিমা ও অনিতা। সেই সময় আচমকা একটি বুনো হাতি তাঁদের সামনে চলে আসে। হাতি দেখে ভয়ে সকলেই পালিয়ে যেতে পারলেও নিমা ও অনিতা পালাতে পারেননি। নিমাকে নাগালে পেয়ে শুঁড়ে তুলে আছাড় মারে হাতিটি। ঘটনাস্থলেই মৃত্যু হয় তাঁর। অন্য দিকে অনিতা পালাতে গিয়ে পড়ে গেলে তাঁকে পায়ে পিষে মারে ওই দাঁতাল।