Latest News

ভোটে অশান্তি কেন? নির্বাচন কমিশনারকে তলব করলেন রাজ্যপাল

দ্য ওয়াল ব্যুরো

পৌর নির্বাচন (Municipal Election) নিয়ে এবার রাজ্যপালও (Jagdeep Dhankar) মাঠে নামলেন। সোমবার রাজ্য নির্বাচন কমিশনার (Election Commissioner) সৌরভ দাসকে রাজভবনে ডেকে পাঠালেন জগদীপ ধনকড়। পৌর নির্বাচনে হিংসার ঘটনা নিয়ে রিপোর্ট চেয়েছেন তিনি।

রবিবার রাজ্যপাল টুইটে জানান, রাজ্যজুড়ে ভোটের পরিস্থিতি উদ্বেগজনক। হিংসা, বিশৃঙ্খলা ও পক্ষপাতমূলক নির্বাচন হয়েছে। নির্বাচনের পদ্ধতিগত ব্যর্থতার পরিপ্রেক্ষিতে আগামীকাল সকাল ১০টার আগে যে কোনও সময় রিপোর্ট দিতে হবে।

আরও পড়ুনঃ ভোট লুটেরাদের তাড়া বঁটি নিয়ে, কাঁথি-কামারহাটিতে এক ছবি

উল্লেখ্য, পুরভোটের আগেও রাজ্য নির্বাচন কমিশনার সৌরভ দাসকে তলব করেছিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। রাজভবনে উভয়ের মধ্যে পৌর নির্বাচন নিয়ে এক ঘন্টা বৈঠক হয়। বৈঠকের পরে রাজ্যপাল লিখিতভাবে নির্বাচন কমিশনারকে নিজের মনোভাব জানিয়ে একটি চিঠি পাঠান। তখন তিনি জানিয়েছিলেন, সংবিধানের নির্দেশ থেকে কমিশনের কোনও বিচ্যুতি যেন না হয়। কিন্তু এদিন দিনভর জেলায় জেলায় তাণ্ডবের অভিযোগ উঠেছে। সেই পরিপ্রেক্ষিতেই এই তলব।

আর এদিকে কমিশনারকে রাজ্যপালের ডাকা নিয়ে কটাক্ষ তৃণমূলের। পার্থ চট্টোপাধ্যায় বলেন, ‘উনি দেখেন বলে মনে হয় না। ১১,২৮০ টি তালিকা দিক। আমরাও দেখছি কী হয়েছে। পনেরোটার বেশি জায়গায় গন্ডগোল হয়নি। আর যা হয়েছে তা বিরোধীদের উস্কানিদের জন্য।’

 

You might also like