
দেশ ছাড়তে চাইছেন অনেক সেলেবের ছেলে-মেয়েরা, আরিয়ান কাণ্ডে দাবি কেআরকে-র
সোমবার রাত থেকেই দক্ষিণ কলকাতার একাধিক বড় পুজো মণ্ডপের বাইরে দেখা গেছে যাদবপুরের পড়ুয়াদের। ঠাকুর দেখতে হুল্লোড় করতে নয়, কলকাতার আমোদপ্রিয় মানুষকে তাঁরা মনে করিয়ে দিচ্ছেন কোভিডের কাঁটা এখনও সরেনি। কোনওভাবেই যেন বিধিনিষেধে, সাবধানতায় ঢিলেমি না আসে।
রাস্তাঘাটে অনেককেই দেখা যাচ্ছে মাস্ক ছাড়া, স্যানিটাইজারের ব্যবহারও বিলুপ্তপ্রায়। পড়ুয়ারা নিজেদের উদ্যোগে এই সমস্ত মানুষকে খুঁজে বের করছেন, দিচ্ছেন সচেতনতার পাঠ। মাস্ক না পরার প্রবণতা বেশি দেখা যাচ্ছে তরুণ তরুণীদের মধ্যেই। তাদের হাতে মাস্ক তুলে দিয়েছেন যাদবপুরের পড়ুয়ারা।
রাস্তায় বেরিয়ে মাত্র কয়েক মাস আগের ভয়াবহতার কথা আরও একবার মনে করিয়ে দিচ্ছেন তাঁরা। মাস্কহীন জনতাকে বোঝাচ্ছেন, পুজোয় আপনি যেমন আনন্দ করতে বেরিয়েছেন, তেমনই পরিকল্পনা ছিল আরও অনেকের। কিন্তু কোভিড তাঁদের কাছের মানুষকে কেড়ে নিয়েছে, তাই এবারের পুজো অনেকের কাছেই বেমানান। তাঁদের কথা ভেবে অন্তত মাস্কটুকু পরুন। যতটা সম্ভব দুরত্ববিধি মানুন। সুস্থ থাকুন।
এই কাজ করার জন্য একটি ট্যাবলো গাড়ির ব্যবস্থাও করে নিয়েছে যাদবপুরের পড়ুয়ারা। পাশে আছেন শিক্ষকরাও। সোমবার সন্ধ্যায় দক্ষিণ কলকাতার রাস্তায় রাস্তায় ঘুরে তাঁদের সচেতনতার পাঠ ছড়াতে দেখা গেছে।