
দ্য ওয়াল ব্যুরো: যাদবপুর বিশ্ববিদ্যালয় (Jadavpur University) ফের খবরের শিরোনামে। এবার ছাত্রীকে ধর্ষণের চেষ্টার (Attempt to Rape) অভিযোগ উঠল বিশ্ববিদ্যালয়ের এক অধ্যাপকের বিরুদ্ধে। যাদবপুর থানায় ওই ছাত্রী লিখিত অভিযোগ জানিয়েছেন।
ঘটনাটি ঘটেছে শনিবার দুপুরে। অভিযুক্ত অধ্যাপক ইন্টারন্যাশানাল রিলেশন বিভাগে পড়ান। ওই বিভাগেরই এক ছাত্রীর অভিযোগ, অধ্যাপক তাঁকে কোয়ার্টারে ডেকেছিলেন গবেষণাপত্র নিয়ে আলোচনার জন্য। ওই অধ্যাপকের অধীনেই গবেষণা করছিলেন ছাত্রী।
তিনি গবেষণাপত্র নিয়ে আলোচনা করতে অধ্যাপকের কোয়ার্টারে যান শনিবার দুপুরে। কিন্তু অভিযোগ অধ্যাপক তাঁর শ্লীলতাহানি করেন। এমনকি তাঁকে ধর্ষণের চেষ্টাও তিনি করেছেন বলে অভিযোগ জানিয়েছেন ওই তরুণী। কোনওরকমে অধ্যাপকের কোয়ার্টার থেকে পালিয়ে বেঁচেছেন তিনি, বাঁচিয়েছেন নিজের সম্মান।
এরপরই যাদবপুর থানায় গিয়ে অধ্যাপকের বিরুদ্ধে লিখিত অভিযোগ দায়ের করেছেন ওই তরুণী। এ বিষয়ে সংশ্লিষ্ট অধ্যাপক কিংবা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে এখনও মুখ খোলা হয়নি। খবর জানাজানি হতেই ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের মধ্যে।