Latest News

তরুণীকে খুনের পর সঙ্গম, মৃতদেহ কেটে নৈশভোজ! ৪ দশক পর মৃত্যু হাড়হিম করা নরখাদকের

দ্য ওয়াল ব্যুরো: বাড়িতে নিমন্ত্রণ করে নিয়ে এসে খুন করা হয় তরুণীকে। তারপর সেই মৃতদেহের সঙ্গেই সঙ্গম (sex with dead body)! শুধু তাই নয়, দেহ টুকরো টুকরো করে কেটে সেই মাংস দিয়েই সারা হয়েছিল দুপুর আর রাতের খাওয়া! হাড়হিম করা ঘটনায় ৪১ বছর আগে কেঁপে উঠছিল সারা বিশ্ব। চার দশক পর নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে মৃত্যু হল সেই নরখাদক (Cannibal) ইসেই সাগাওয়ার (Issei Sagawa)।

নৃশংস এই খুনি আদতে জাপানের বাসিন্দা। ১৯৮১ সালে প্যারিসে এক ডাচ তরুণীকে নৃশংসভাবে হত্যা করা, মৃতদেহের সঙ্গে সঙ্গম, এবং তরুণীর দেহ কেটে খাওয়ার অভিযোগ উঠেছিল সাগাওয়ার বিরুদ্ধে। সংবাদসংস্থা সূত্রে জানা গেছে, ছোট থেকেই বিচিত্র মানসিক সমস্যায় ভুগত সাগাওয়া। আশির দশকের উচ্চ শিক্ষার জন্য প্যারিসে যায় সে। সেখানেই রেনে হটভেল্ট নামক এক ডাচ তরুণীর সঙ্গে তার আলাপ হয়। একদিন ওই তরুণীকে নিজের বাড়িতে নিমন্ত্রণ করে সাগাওয়া।

পুলিশ সূত্রে জানা গেছে, বাড়িতে আসার পরেই রেনেকে গুলি করে খুন করে অভিযুক্ত। তারপর মৃতদেহের সঙ্গেই চলে একাধিকবার সঙ্গম। সবশেষে রেনের দেহ টুকরো করে কেটে সেই দিয়েই দুপুরের খাওয়া এবং নৈশভোজ সারে সে। পুলিশের জেরায় নিজেই সে কথা স্বীকার করেছিল হাড়হিম করা এই খুনি।

সেই ঘটনার পরে গ্রেফতার করা হয়েছিল তাকে। প্যারিস পুলিশ তাকে প্রাথমিকভাবে হেফাজতে নেওয়ার পর জাপানের হাতে তুলে দেয়। দীর্ঘ সময় ধরে বিচার প্রক্রিয়া চলার পর সেদেশের একটি আদালত যাবজ্জীবন কারাদণ্ডে দণ্ডিত করে এই নরখাদককে। যদিও জেলে থাকার সময় মানসিক এবং শারীরিক অসুস্থতার কারণে তাকে মানসিক স্বাস্থ্যকেন্দ্রে রেখে চিকিত্সার ব্যবস্থা করা হয়। বেশ কিছুদিন সেখানেই কাটানোর পর অবশেষে তাকে মুক্তি দেয় জাপান সরকার।

গত ২৪ নভেম্বর মৃত্যু হয়েছে নরখাদক সাগাওয়ার। ইতিমধ্যেই তার দেহ পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। নিউমোনিয়ায় আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে বলে জানিয়েছে জাপান সরকার।

চলন্ত ট্রেনে জানলা ভেদ করে গলায় ঢুকে গেল লোহার রড! সিটে বসেই মর্মান্তিক মৃত্যু যুবকের

You might also like