Latest News

টানা তিনদিন স্থগিত আইএসএলের ম্যাচ, তবুও টুর্নামেন্ট চালানোর জেদ কর্তাদের

দ্য ওয়াল ব্যুরো: করোনা সংক্রমণে বিদ্ধ আইএসএল। সব মিলিয়ে মোট সাতটি দলে এর প্রভাব রয়েছে, তাও আয়োজক এফএসডিএল টুর্নামেন্ট বন্ধ করতে নারাজ। যেনতেন প্রকারে টুর্নামেন্ট শেষ করতে চায় তারা। কারণ আইএসএল যে আইপিএল নয়, সেটি প্রমাণও হয়েছে বারবার। আইপিএল ঠিক শেষ করে দিয়েছে বোর্ড, কিন্তু ফেডারেশন এতই অপেশাদারভাবে কাজ করে, তারা টুর্নামেন্ট স্থগিত করলে সেটি শেষ করতে পারবে কিনা, সেটিও সমান প্রশ্ন।

সোমবার আইএসএলের আরও একটি ম্যাচ স্থগিত হয়ে গিয়েছে। এই নিয়ে পরপর তিন দিন ম্যাচ বাতিল হল সংক্রমণের কারণে। এর আগেও একটি ম্যাচ স্থগিত হয়েছে। এ দিন হায়দরাবাদ এফসি-র মুখোমুখি হওয়ার কথা ছিল জামশেদপুর এফসি-র। ম্যাচ শুরুর দু’ঘন্টা আগে তাদের বলে দেওয়া হয় খেলা বাতিল হয়েছে।

এটিকে মোহনবাগানের দুটি ম্যাচ, লাল হলুদের একটি ম্যাচ বাতিল হয়েছে। পরের ম্যাচগুলির সূচী দিলেও সেগুলি হবেই, এমন নিশ্চয়তা কেউই দিতে পারছেন না। কারণ যে দলগুলি সংক্রমিত হয়েছে, তারা প্র্যাকটিস সারতে পারছে না। আর প্রস্তুতি ছাড়া কোনও দলই নামতে ঝুঁকি নিতে চাইছে না।

তারপর যাঁরা সংক্রমিত হচ্ছে, তাদের পাঠানো হচ্ছে আইসোলেশনে। একটি হোটেল না হলে অন্য কোনও হোটেলে ওই ফুটবলারদের রাখতে হচ্ছে। সব দলেই ২৫জন ফুটবলার রয়েছে ঠিকই, কিন্তু প্র্যাকটিস না হলে কোচ কাদের ওপর ভরসা রাখবেন।

জৈব সুরক্ষা বলয়ে থাকা সকলের স্বাস্থ্য ও সুরক্ষার কথা মাথায় রেখে মেডিক্যাল টিমের পরামর্শেই ম্যাচ বাতিল করা হচ্ছে। উল্লেখ্য, করোনা পরিস্থিতির মধ্যেই রবিবারই ক্লাবগুলির সঙ্গে বৈঠকের পর লিগ চালিয়ে যাওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

You might also like