Latest News

জাতীয় সঙ্গীত চলছে, তার মাঝেই ঈশান কিশানকে কামড়ে দিল পোকা! কী করলেন ওপেনার?

দ্য ওয়াল ব্যুরো: চলছে জিম্বাবোয়ের বিরুদ্ধে সিরিজের দ্বিতীয় একদিনের ম্যাচ (India vs Zimbabwe)। টস জিতে প্রথমে জিম্বাবোয়কে ব্যাট করতে পাঠান কে এল রাহুল। এখনও পর্যন্ত ম্যাচের যা অবস্থা তাতে ভারতের জয় এক প্রকার নিশ্চিত। তবে এই ম্যাচের শুরুতেই ভারতীয় ওপেনার ঈশান কিশানকে (Ishan Kishan) এক অদ্ভুত পরিস্থিতির মধ্যে পড়তে হয়। যা নিয়ে ইতিমধ্যেই নেট দুনিয়ায় হাসির রোল উঠেছে।

কী ঘটেছিল?

দুই দলের সদস্যরাই ম্যাচ শুরুর আগে জাতীয় সঙ্গীত গাওয়ার জন্য দাঁড়ান। সেই সময়ই ঘটে বিপত্তি। ভারতীয় দলের সদস্যরা যখন চোখ বন্ধ করে ‘জন গণ মন’ গাইছেন ঠিক তখনই একটি পোকা হামলা করে ঈশান কিশানকে।

প্রথমে বুঝতে না পারলেও পরের মুহূর্তেই ঘোর কাটে ভারতীয় ওপেনারের। মুখের ওপর থেকে পোকা সরাতে বেশ কসরত করতে দেখা যায় তাঁকে।

কয়েক সেকেন্ডের এই ভিডিও নেট পাড়ায় ছড়িয়ে পড়তেই নেটিজেনদের মধ্যে হইহই পড়ে গেছে। ঈশানের মুখের ভঙ্গি দেখেই হেসেই গড়িয়ে পড়েছেন নেটিজেনরা। রীতিমতো ভাইরাল হয়েছে এই ভিডিও।

১৭ বছরের অন্তিম ইতিহাস লিখলেন জুনিয়র কুস্তিতে! মেয়েদের চ্যাম্পিয়নশিপে সোনা জয়

You might also like