
দ্য ওয়াল ব্যুরো: অপরূপ নৈসর্গিক দৃশ্যের মধ্যে দিয়ে গাড়ি চলছে। ভিতরে বসে আছেন এক মহিলা (Woman)। তাঁর মাথায় হিজাব (Hijab) থাকলেও সেটি বেশ ঢিলেঢালা (Loose)। গাড়ি এগোনোর সঙ্গে সঙ্গেই হাতে ধরা চকলেট স্টিক আইসক্রিমে (Ice Cream) লাস্যময়ী ভঙ্গিতে কামড় বসালেন মহিলা।
ইরানের একটি আইসক্রিম সংস্থার বিজ্ঞাপনে (Advertisement) দেখানো হয়েছে এই ঘটনা। তারপর থেকেই কট্টরপন্থীদের রোষের (Outrage) মুখে পড়েছে বিজ্ঞাপনটি (Commmercial)। শুধু তাই নয়, এই ঘটনার জেরে যে কোনও রকম বিজ্ঞাপনে মহিলাদের অভিনয় করার উপর নিষেধাজ্ঞা (Ban) জারি করল ইরানের সংস্কৃতি মন্ত্রক (Ministry of Culture) এবং ইসলামিক গাইডেন্স (Islamic Guidance)। বিজ্ঞাপনী সংস্থাগুলিকে চিঠি লিখে এই নির্দেশের কথা জানিয়েছে সেদেশের সংস্কৃতি মন্ত্রক।
The body responsible for “enjoining right and forbidding evil” in the Islamic Republic of Iran has filed a lawsuit against the Iranian ice-cream manufacturer Domino over two controversial commercials, which it says are “against public decency” and “insult women’s values.” pic.twitter.com/Brho4SGZj3
— Iran International English (@IranIntl_En) July 5, 2022
ডমিনোর ওই আইসক্রিমের বিজ্ঞাপন মুক্তি পাওয়ার পর থেকেই তা নিয়ে জলঘোলা শুরু হয়েছে ইরানে। ডমিনোর বিরুদ্ধে মামলা দায়ের করার জন্য ইসলামীয় ধর্মগুরুরা আদেশ দিয়েছেন সরকারি আধিকারিকদের। এরপরেই আধিকারিকরা বিজ্ঞাপনটিকে শালীনতা লঙ্ঘনকারী এবং মহিলাদের মূল্যবোধের পক্ষে অবমাননাকর বলে ঘোষণা করেছে। কোনও রকম বিজ্ঞাপনেই মহিলারা অভিনয় করতে পারবেন না, জানানো হয়েছে স্পষ্টই।
তবে এই ঘটনাকে ঢাল করে ইরানের কট্টরপন্থী সরকার আসলে মহিলাদের হিজাবের ব্যবহার নিয়ে আরও কড়া হতে চাইছে বলেই ধারণা ওয়াকিবহাল মহলের। প্রসঙ্গত, ১৯৭৯ সালে ইসলামের অভ্যুত্থানের পর থেকেই জনসমক্ষে সেদেশের মহিলাদের হিজাব পরা বাধ্যতামূলক। যদিও এই আইনের বিরুদ্ধাচারণ করে বহু মহিলা সোচ্চার হয়েছেন। সোশ্যাল মিডিয়াতেও একাধিক ক্যাম্পেন করেছেন ইরানের স্বাধীনচেতা নারীরা। এমনকি, জনসমক্ষে হিজাব খুলে প্রতিবাদ করে শাস্তিরও সম্মুখীন হয়েছেন একাধিক মহিলা। তারপরেও হিজাব নিয়ে সরকরের সিদ্ধান্ত যে এক চুলও বদলায়নি, এই ঘটনায় তা আবারও স্পষ্ট হয়ে গেল।
৯ লক্ষ টাকা দিয়ে তাঁর বাড়িতে ছুটি কাটাতে এলেন পর্যটকরা! শুনেই হতবাক বাড়ির মালকিন