
দ্য ওয়াল ব্যুরো: সিনেমা যে শুধু মনোরঞ্জনের জন্য নয়, তাই যেন প্রমাণ করল টিম পাঞ্জাব। চলতি আইপিএলে বেঙ্গালুরুর বিরুদ্ধে প্রথম মাঠে নেমে পাঞ্জাব যে ঝড় তুলল তা এখন আলোচনার বিষয় হয়ে দাঁড়িয়েছে। ম্যাচের ক্যানভাসে শেষ তুলির টান দিয়েছেন ওয়েস্ট ইন্ডিজের তারকা ওডেন স্মিথ। তাঁর তিনটে বিশাল ছয় ম্যাচের মোড় ঘোরানোর জন্য যথেষ্ট ছিল।
(IPL 2022) কিন্তু পাঞ্জাবের এমন দুর্দান্ত পারফরম্যান্সের পেছনে রহস্য কী?
কৌতূহলের যবনিকা পতন করলেন ওডেন স্মিথই। কী সেই অনুপ্রেরণা? একটি সিনেমা। ২০২১ সালে রিলিজ হওয়া ‘পিকস ফর্টিন: নাথিং ইজ ইম্পসিবল’! নেপালের শেরপা নির্মল পূর্যা ও তাঁর দলের ওপর তৈরি এক তথ্যচিত্র। এই একটা সিনেমাই গোটা পাঞ্জাব দলকে তাতানোর জন্য যথেষ্ট ছিল।
ম্যাচ শেষে সংবাদমাধ্যমেএ মুখোমুখি হয়ে ওডেন বলেন, ‘পাঞ্জাব কখনও আইপিএল জেতেনি। সেই কারণেই টিমের এই বিশ্বাসটা জরুরি ছিল যে, আমরাও ট্রফিটা জিততে পারি। আর তাই আমরা সবাই মিলে বসে মোটিভেশন সিনেমা ফর্টিন পিকস দেখি। বেঙ্গালুরু আমাদের প্রথম চূড়া ছিল। যেটা জয় করতে পেরেছি। আরও ১৩টা চূড়া জয় করতে হবে আমাদের।’

গতকালের ম্যাচ দেখে সত্যি মনে হয়েছিল যে ‘নাথিং ইজ ইম্পসিবল’। এই সিনেমায় দেখানো হয়েছে নেপালি পর্বতারোহী নির্মল পুর্জার জীবনের এক অধ্যায়। তিনি ঠিক করেন যে, তিনি ও তাঁর দল বিশ্বের ১৪টা সর্বোচ্চ চূড়া জয় করবেন। চেষ্টা ও তাগিদ থাকলে যে কোনও কিছুই অসম্ভব নয়, তা তিনি ১৪টি চূড়া জয় করে দেখিয়ে দিয়েছেন।
পাঞ্জাব বনাম বেঙ্গালুরুর ম্যাচও যেন সেই কথাই বলে গেল ‘অসম্ভব কিছুই নয়’। ২০৬ রানে পাহাড় প্রমাণ রানের সমানে পড়ে ঘাবড়ে না গিয়ে শেষ পর্যন্ত কীভাবে জয় ছিনিয়ে নেওয়া যায় তাই লিখে রেখে গেলেন ওডেন স্মিথ, শাহরুখ খানরা।
বৃথা গেল ডু’প্লেসি ও কোহলির দুরন্ত ইনিংস, পাঞ্জাব সিংহের কাছে নত বেঙ্গালুরু