
দ্য ওয়াল ব্যুরো: মিচেল মার্শ (Mitchell Marsh) ও ডেভিড ওয়ার্নার (David Warner), দুই অস্ট্রেলিয়ান তারকার দাপটে প্লে অফে যাওয়ার স্বপ্ন টিকে রইল দিল্লির। করোনা জর্জরিত দিল্লির (Delhi Capitals) হয়ে বুধবার বাজিমাত করেছেন এই জুটি। ১৪৪ রানের পার্টারশিপ আইপিলে (IPL 2022) অক্সিজেন দিল দিল্লিকে। তবে ম্যাচের নায়ক মিচেল মার্শের অভূতপূর্ব ইনিংস বহুদিন স্মরণে থাকবে ক্রিকেট ভক্তদের।
মিচেল মার্শের এমন বিধ্বংসী ইনিংসের ভুয়সী প্রশংসা করলেন দিল্লির ওপেনার ডেভিড ওয়ার্নার। ম্যাচ শেষে তিনি বলেন, “দুরন্ত ব্যাট করেছে মার্শ। শুরু থেকেই ইতিবাচক ভূমিকা পালন করেছে।” ম্যাচ শুরুর আগে মার্শকে কী মন্ত্র দেওয়া হয়েছিল? ওয়ার্নার বলেন, “আমরা বলেছিলাম যদি ও ৮০-৯০ রান করতে পারে তবে ম্যাচ জেতাতে পারবে।”
চেন্নাইয়ের সঙ্গে সম্পর্কে ছেদ? জাদেজাকে নিয়ে জল্পনা বাড়ছে, কী বলছে সিএসকে
সেই কথাই ব্যাট হাতে মাঠে অক্ষরে অক্ষরে পালন করলেন মিচেল মার্শ। ৬২ বলে ৮৯ রানের ইনিংস দিল্লিকে প্লে অফের লড়াইয়ে টিকিয়ে রাখল। অপরদিকে ডেভিড ওয়ার্নারের ৪১ বলে ৫২ রানের ইনিংসও দিল্লির কাছে মূল্যবান ছিল।
৮ উইকেটে এই জয়ের ফলে দিল্লি পয়েন্ট টেবিলে পাঁচ নম্বর স্থানটি ধরে রাখল। পাশাপাশি নেট রান রেটেও অনেকটা প্রভাব পড়ল। যা ভবিষতে প্লে অফে ওঠার দৌড়ের অঙ্কে বাড়তি সুবিধা দেবে দিল্লিকে। পরবর্তী ম্যাচ পাঞ্জাবের বিরুদ্ধে নামবে দিল্লি।