
দ্য ওয়াল ব্যুরো: অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না, লখিমপুর খেরির ঘটনা নিয়ে উত্তরপ্রদেশ সরকারকে কড়া বার্তা দিল সুপ্রিম কোর্ট (SC)। বুধবার শীর্ষ আদালতে এই সংক্রান্ত শুনানি ছিল। সেখানেই সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি এম ভি রামানা জানিয়েছেন, তদন্তে জোর আনতে হবে। অনন্তকাল ধরে তদন্ত চলতে পারে না। তদন্ত আরও এগিয়ে নিয়ে যাওয়ার জন্য যা যা করা দরকার, করতে হবে।
শুয়োরের কিডনি বসল মানুষের শরীরে, দিব্যি কাজ করছে, অসাধ্য সাধন করলেন বিজ্ঞানীরা
গত ৩ অক্টোবর উত্তরপ্রদেশের লখিমপুর খেরিতে কৃষক মৃত্যুর ঘটনাকে কেন্দ্র করে উত্তেজনা ছড়ায়। কৃষকদের পিষে দেয় কেন্দ্রীয় মন্ত্রীর ছেলের গাড়ি। এই ঘটনার পর পাল্টা বিক্ষোভ দেখান কৃষকরাও, যাতে প্রাণ গেছে বিজেপি কর্মীদের। আগামী ২৭ অক্টোবরের মধ্যে লখিমপুর নিয়ে রিপোর্ট জমা দিতে বলেছে সুপ্রিম কোর্ট।
এদিন উত্তরপ্রদেশ সরকারের তরফে শীর্ষ আদালতে একটি রিপোর্ট পেশ করা হয়, যাতে বলা হয়েছে এই ঘটনার সঙ্গে জড়িত ১০জনকে এখনও পর্যন্ত গ্রেফতার করা হয়েছে। কৃষকদের বিক্ষোভে বিজেপি কর্মীদের মৃত্যুর ঘটনাতেও এফআইআর দায়ের করা হয়েছে।
কিন্তু রামানা উত্তরপ্রদেশ সরকারকে জানান, তদন্ত অনন্তকাল ধরে চলতে পারে না। আর পুলিশের ঘাড়ে দায়িত্ব চাপিয়ে দিয়ে রাজ্য চুপ করে বসে থাকতে পারে না। এই ঘটনায় এখনও যেসব সাক্ষীদের বয়ান রেকর্ড করা বাকি আছে, তাঁদের তাড়াতাড়ি জিজ্ঞাসাবাদ করতে বলেছেন শীর্ষ আদালতের প্রধান বিচারপতি। লখিমপুরের ঘটনায় উত্তরপ্রদেশ সরকারের ভূমিকা নিয়ে এর আগেও অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট।