
দীপাবলিতে সরকারি ছুটি আমেরিকায়? বিল আনছেন মার্কিন জনপ্রতিনিধি
সূত্রের খবর, ক্যাপিটল হিলে বুধবার কংগ্রেসের ডেমোক্র্যাট সদস্য ম্যালোনির প্রস্তাবকে সমর্থন করবেন কংগ্রেস সদস্য রো খন্না, রাজা কৃষ্ণমূর্তি সহ ইন্ডিয়া ককাসের সদস্য ও অন্যরাও। ইন্ডিয়াস্পোরা সংগঠনের এক্সিকিউটিভ ডিরেক্টর সঞ্জীব জোশিপুরাও আমেরিকার প্রবাসী ভারতীয়দের স্বার্থরক্ষায় সদা তত্পর ম্যালোনির পাশে দাঁড়াবেন।
অতীতে দীপাবলি উপলক্ষ্যে স্মারক ডাকটিকিট প্রকাশে মার্কিন পোস্টাল পরিষেবা দপ্তরকে আবেদন করতেও উদ্যোগী হয়েছিলেন ম্যালোনি। তিনি এজন্য লাগাতার উদ্যোগ নেন। তাঁর বিশ্বাস, একটা তুলনামূলক ক্ষুদ্র পদক্ষেপও কয়েক লাখ মানুষের কাছে বিরাট অর্থবহ হতে পারে।
মার্কিন সেনেটররা অতীতে দীপাবলি পালনের সময় বলতেন, হিন্দু-মার্কিন সংস্কৃতি আমেরিকা তথা গোটা দুনিয়াকে উন্নত করেছে। এবছরও অবশ্য করোনা অতিমারীর জেরে দীপাবলি উপলক্ষ্যে মার্কিন মুলুকেও ধুমধাম হবে আগের বছরগুলির তুলনায় কম।