Latest News

চিন-তাইওয়ান সংঘাত, বেজিংকে সংযত হতে পরামর্শ ভারতের

দ্য ওয়াল ব্যুরো: চিন ও তাইওয়ানের (Taiwan China Tensions) মধ্যে চলতি যুদ্ধ পরিস্থিতি নিয়ে অবশেষে মুখ খুলল ভারত। আজ ভারতের বিদেশ মন্ত্রকের তরফে চিনকে সংযমী হতে বার্তা দেওয়া হয়েছে।

তাইওয়ান বলছে, চিনের (Taiwan China Tensions) সামরিক মহড়ার তেজ কমলেও তারা হুমকি দিয়েই চলেছে। চিন এবং তাইওয়ানের মধ্যে সাম্প্রতিক অচলাবস্থার সময় এই প্রথম ভারত চিনকে সংযম দেখানোর পরামর্শ দিল। নয়াদিল্লির বক্তব্য, চিন-তাইওয়ান সংঘাত নিয়ে ভারত উদ্বিগ্ন। চিনের উচিত স্থিতাবস্থা বজায় রাখা।

তাইওয়ানের বর্তমান পরিস্থিতি সম্পর্কে, বিদেশ মন্ত্রকের মুখপাত্র অরিন্দম বাগচি শুক্রবার বলেন, ভারতের নীতি সম্পর্কে সকলেই অবহিত। অন্যান্য অনেক দেশের মতো আমরাও সাম্প্রতিক ঘটনাবলী নিয়ে উদ্বিগ্ন। আমরা সংশ্লিষ্ট পক্ষকে সংযম দেখানো, উত্তেজনা কমানোর পাশাপাশি এই অঞ্চলে শান্তি ও স্থিতিশীলতা বজায় রাখার চেষ্টা করার আহ্বান জানাচ্ছি। প্রসঙ্গত, মার্কিন সেনেটের স্পিকারের সম্প্রতি তাইওয়ান সফর ঘিরে বেজিংয়ের সামরিক মহড়াকে কেন্দ্র করে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়। তাইওয়ানকে সব ধরনের সহযোদিতার আশ্বাস দেয় আমেরিকা।

তবে কূটনৈতিক মহলের একাংশ মনে করছে ভারতের আজকের প্রতিক্রিয়া পিছনে সন্ত্রাসবাদ দমন এবং কুখ্যাত এক পাক জঙ্গিকে নিষিদ্ধ ঘোষণার প্রস্তাবে চিনের আপত্তি নয়াদিল্লির বেজিংয়ের উপর বাড়তি ক্ষোভের কারণ। গত মঙ্গলবার রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদে পাক নাগরিক তথা জইশ-ই-মহম্মদ জঙ্গি আব্দুল রউফ আজহারকে নিষিদ্ধ ঘোষণার প্রস্তাবে আপত্তি করে চিন। সাম্প্রতিক কালে চিন ও আমেরিকার তরফে দু’বার পেশ করা প্রস্তাব চিনের আপত্তিতে আটকে যায়। চিনের (Taiwan China Tensions) এই আচরণে ভারত ক্ষুব্ধ, জানিয়েছেন বিদেশ মন্ত্রকের মুখপাত্র। অরিন্দম বাগচীর কথায়, উপযুক্ত কারণ ব্যতিরেকে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে সন্ত্রাসবাদ ইস্যুতে কোনও প্রস্তাব আটকে দেওয়ার চলতি প্রবণতার অবসান হওয়া উচিত।

You might also like