Latest News

প্রথম দফায় ১০ লাখ ডোজ ডোনেট করেছে ভারত, এবার চিনা ভ্যাকসিন ভেরো সেল ব্যবহার করছে নেপাল

দ্য ওয়াল ব্যুরো: করোনাভাইরাস মোকাবিলায় ভাইরাস টিকাকরণের প্রথম দফার কর্মসূচি গত জানুয়ারিতে শুরু করেছিল নেপাল। হিমালয়ের কোলের পড়শী দেশটিকে তখন ‘আগে প্রতিবেশীরা’-এই পলিসির আওতায় ১০ লাখ অক্সফোর্ড অ্যাসট্রাজেনেকা ভ্যাকসিনের ডোজ পাঠিয়েছিল ভারত। এবার দ্বিতীয় দফায় ৭ এপ্রিল থেকে নেপাল ভ্যাকসিনের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করছে চিনের ডোনেট করা ভ্যাকসিনে। নেপালের স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, চিনের তৈরি কোভিড-১৯ মোকাবিলায় ভেরো সেল ভ্যাকসিনের ৮ লাখ ডোজ এসেছে। তা দেশের সামনের সারির স্বাস্থ্যমন্ত্রী ও পাহাড়ী এলাকায় হিমালয়জুড়ে ব্যবসা-বাণিজ্যে জড়িত লোকজনকে দেওয়া হবে বলে জানিয়েছেন নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রকের মুখপাত্র ডঃ জগেশ্বর গৌতম।
পাশাপাশি যেসব নেপালি ছাত্রছাত্রী নানা স্কলারশিপ স্কিমে চিনে পড়াশোনা করছেন, যাঁরা আরও পড়াশোনার জন্য চিন যাওয়ার ভাবনাচিন্তা করছেন, তাঁরাও চিনা ভ্যাকসিন পাবেন বলে জানান তিনি।
তিনি বলেন, ভ্যাকসিনের টিকা প্রদানের জন্য যে ৯ লাখ মানুষকে ধরা হয়েছিল, তাঁদের মধ্যে ৫ লক্ষ ইতিমধ্যেই টিকা নিয়েছেন। বাকি ৪ লাখ লোকের জন্য বরাদ্দ হয়েছে এই ৮ লাখ ডোজ।
গত ২৯ মার্চ কাঠমান্ডুতে এক অনুষ্ঠানে নেপালের স্বাস্থ্য ও জনসংখ্যা মন্ত্রী হৃদয়েশ ত্রিপাঠির হাতে ওই ডোজ তুলে দেন নেপালে নিযুক্ত চিনা রাষ্ট্রদূত হাও ইয়াঙ্কি।
নেপাল বেজিং ইনস্টিটিউট অব বায়োলজিকাল প্রডাক্টসের তৈরি ভেরো সেল ভ্যাকসিনটির ব্যবহার জরুরি ভিত্তিতে অনুমোদন করে গত ১৮ ফেব্রুয়ারি। প্রায় ২ কোটি ৮০ লাখ মানুষের দেশ নেপালে জন হপকিন্স বিশ্ববিদ্যালয়ের দেওয়া পরিসংখ্যান অনুসারে ২৭৭৯৪৪ টি করোনা সংক্রমণ ও ৩০৩২টি মৃত্যু হয়েছে।

 

You might also like