Latest News

ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ, নমাজ পড়তে এসে প্রাণ গেল অনেকের

দ্য ওয়াল ব্যুরো: তালিবান শাসিত কাবুলে ফের বিস্ফোরণ। আবারও ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠল কাবুলের মসজিদ। বুধবার সন্ধেয় নমাজ পড়তে এসে প্রাণ গেল অনেকের। স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা যাচ্ছে, ঘটনায় ৩৫ জনের মতো আহত অথবা মৃত। ২৭ জনকে গুরুতর জখম অবস্থায় উদ্ধার করা হয়েছে।

রয়টার্স সূত্রে খবর, কাবুলের উত্তর প্রান্তে একটি মসজিদে এই বিস্ফোরণের ঘটনা ঘটেছে। সন্ধেবেলা তখন মসজিদে বহু মানুষের ভিড় ছিল। আচমকা বিকট বিস্ফোরণে কেঁপে ওঠে মসজিদ চত্বর। তালিবান সরকারের এক মুখপাত্রের কথায়, সম্ভবত ২০ জনের মৃত্যু হয়েছে বিস্ফোরণে। তবে বিভিন্ন মিডিয়া জানাচ্ছে, মৃতের সংখ্যা আরও বেশি। হাসপাতালে ভর্তি ২৭ জন। আহতদের মধ্যে বছর সাতেকের একটি শিশুও রয়েছে।

স্থানীয়রা জানাচ্ছেন, বিস্ফোরণের তীব্রতায় মসজিদের আশপাশের বাড়িঘর কেঁপে ওঠে। সকলেই নিরাপত্তাহীনতায় ভুগছেন। মসজিদের পাশের সরু গলিতে অ্য়াম্বুল্যান্সের ভিড়। একের পর এক আহতদের বের করে নিয়ে যাওয়া হচ্ছে। এলাকা ঘিরে ফেলেছে আফগান বাহিনী।

কাবুলে গত কয়েকমাসে ধারাবাহিকভাবে বিস্ফোরণের ঘটনা ঘটে চলেছে। জুম্মাবারের নমাজ চলার মাঝেই ভয়াবহ বিস্ফোরণে কেঁপে উঠেছিল উত্তর আফগানিস্তানের কুন্দুজ শহরের সুন্নি মসজিদ। মারা গিয়েছিলেন ৩৩ জন। রমজানের শেষেও বিস্ফোরণের ঘটনা ঘটেছিল কাবুলের খালিফা আগা গুল জান মসজিদে। সেই বিস্ফোরণে প্রাণ গিয়েছিল অনেকের। দিনকয়েক আগেই আফগানিস্তানের ঘরোয়া টি-টোয়েন্টি লিগের ম্যাচ চলাকালীন স্টেডিয়ামে আত্মঘাতী হামলা হয়। সেই ঘটনার রেশ কাটতে না কাটতেই কাবুলের সংখ্য়ালঘু অধ্যুষিত জনবসতি এলাকায় পর পর বিস্ফোরণ হয়। হামলার দায় স্বীকার করে ইসলামিক স্টেট (আইএস)।

প্রসঙ্গত, তালিবানের ক্ষমতা দখলের পর আফগানিস্তানের বিভিন্ন প্রান্তে ধারাবাহিক ভাবে আক্রমণের নিশানা হচ্ছেন শিয়া জনগোষ্ঠীর মানুষ। পাশাপাশি হাজারা, তাজিক, উজবেক-সহ সংখ্যালঘু জনগোষ্ঠীর উপরেও ক্রমাগত হামলার ঘটনা ঘটছে। একের পর এক মসজিদে বিস্ফোরণের ঘটনা ঘটছে। তালিবান শাসিত আফগানিস্তানে দু’দিন আগেই মাজার-ই-শরিফের দুটি মসজিদে বিস্ফোরণে

You might also like