Latest News

বিতর্কিত প্যাংগং লেকের ওপর সেতু বানাচ্ছে চিন, ধরা পড়ল উপগ্রহ চিত্রে

দ্য ওয়াল ব্যুরো : পূর্ব লাদাখে (East Ladakh) প্যাংগং হ্রদের (Panggong Lake) ওপরে সেতু বানাচ্ছে চিন (China)। উপগ্রহ থেকে তোলা ছবি বিশ্লেষণ করে জিও-ইনটেলিজেন্স এক্সপার্ট দামিয়েন সাইমন একথা জানিয়েছেন। ওই হ্রদের একটি অংশ চিনের সীমানার মধ্যে পড়ে। সেখানেই সেতু বানানো হচ্ছে। পরবর্তীকালে ওই সেতু দিয়ে খুব দ্রুত সেনাবাহিনী ও ভারী অস্ত্রশস্ত্র ভারত সীমান্তে এনে ফেলতে পারবে চিন। সাইমন টুইট করে জানিয়েছেন, চিনারা হ্রদের একটি অপেক্ষাকৃত সংকীর্ণ অংশের ওপরে সেতু তৈরির কাজ প্রায় শেষ করে ফেলেছে।

গতবছর কৈলাস পর্বতমালার কয়েকটি শিখরে সেনা মোতায়েন করে ভারত। ফলে কৌশলগতভাবে চিনের থেকে এগিয়ে যায় ভারতীয় সেনা। কিন্তু সেতু তৈরি হয়ে গেলে চিন খুব দ্রুত একাধিক পথে সীমান্তে সেনা সমাবেশ করতে পারবে। ২০২০ সাল থেকে ভারত ও চিন, উভয়েই পূর্ব লাদাখে দেপসাং সমভূমি থেকে উত্তরে ও দেমচক অঞ্চলে সেনা মোতায়েন করেছে।

২০২০ সালের জুন মাসে গালওয়ান নদীর তীরে ভারত ও চিনের সেনাবাহিনীর মধ্যে সংঘর্ষ হয়। চিন জানায়, তাদের চারজন সেনা নিহত হয়েছে। অন্যদিকে ভারত দাবি করে, চিনের লাল ফৌজের অন্তত ৪০ জন মারা গিয়েছে। তার একবছর পরে, ২০২১ সালের জুলাইতে দুই দেশ সিদ্ধান্ত নেয়, যেখানে সংঘর্ষ হয়েছিল, সেখান থেকে দু’কিলোমিটার সরিয়ে আনবে সেনা।

কিছুদিন আগে সেনাবাহিনী সূত্রে বলা হয়, সোশ্যাল মিডিয়ায় আপলোড করা ভিডিওতে দেখা গিয়েছে, গালওয়ান উপত্যকায় পতাকা তুলছে চিন। যদিও তাতে ভারত ও চিনের চুক্তিভঙ্গ হয়নি।

You might also like