
সৌদি বিমানবন্দরে বিস্ফোরকভর্তি ড্রোন হামলায় তিন বাংলাদেশি সহ জখম ১০
সৌদি পরিচালনাধীন সামরিক জোট ২০১৫ সালে ইয়েমেনে হস্তক্ষেপ করে সেখানকার বরখাস্ত হওয়া প্রেসিডেন্ট আবদ্রাব্বু মনসুর হাদির বাহিনীকে মদত দেয়, ইরানের মদতপুষ্ট হাউথি গোষ্ঠীর সঙ্গে লড়াই করে। সৌদি আরবে প্রায়ই হাউথিরা ড্রোন, মিসাইল হামলা চালায়। তবে শুক্রবার গভীর রাতের হামলার দায় নিয়ে এখনও কোনও বিবৃতি দেয়নি তারা। শনিবার ভোরের দিকেও বিস্ফোরকবাহী ড্রোন উড়ে এসেছিল। তবে সময়মতো সেটি ঠেকিয়ে দেয় কোয়ালিশন বাহিনী। এ ব্যাপারে বিস্তারিত তথ্য দেয়নি তারা। কিং আবদুল্লা বিমানবন্দরের বিমান পরিষেবা স্বাভাবিক বলে জানা গিয়েছে।
.