
ব্যাপারটা কী?
স্যানিটাইজারের ময়েশ্চারে ব্যালটের স্ক্যানার জ্যাম হয়ে গিয়েছে। যার ফলে ভোট গুণতে ব্যাপক সমস্যার মধ্যে পড়তে হচ্ছে নির্বাচন কর্মীদের।
এই ঘটনা ঘটেছে আইওয়া প্রদেশে। ভোটাররা বুথে এসেছেন। ব্যালট তোলার আগে হাতে ঘষে নিয়েছেন স্যানিটাইজার। আর সেই ময়েশ্চারেই যত বিপত্তি। মার্কিন প্রেসিডেন্ট ও ভাইস প্রেসিডেন্ট ভোটে যাঁরা দায়িত্বে রয়েছেন তাঁরা জানিয়েছেন, এখনও পর্যন্ত যা খবর তাতে আইওয়াতেই এই সমস্যা দেখা গিয়েছে।
অন্য জায়গায় যখন ১০০ ব্যালট গণনা হয়ে যাচ্ছে তখন আইওয়ায় ২৫টিও গণনা হচ্ছে না। ব্যালটটিকে একটি স্ক্যানারের সামনে ধরা হয়। ভোটিং ব্যালটে একটি নির্দিষ্ট জায়গা স্ক্যান মেশিনের সামনে ধরলেই উঠে যায় কার দিকে ভোট পড়েছ। কিন্তু ময়েশ্চারারের জন্য সেই স্ক্যান হতে অনেক সময় লেগে যাচ্ছে
একদিকে কোভিড অন্যদিকে ভোট। এবার আমেরিকায় ছ’কোটির বেশি মানুষ পোস্টাল ব্যালট তথা আর্লি ভোটিংয়ে অংশ নিয়েছেন। অনেকেই বুথে যাওয়ার ঝুঁকি নেননি। এই আইওয়া প্রদেশেই এক লক্ষ ৩৫, হাজারের বেশি কোভিডে আক্রান্ত হয়েছেন। গোটা আমেরিকায় প্রায় ৯৩ লক্ষ মানুষ আক্রান্ত হয়েছেন। তার মধ্যেই দুই শতাব্দীর রীতি মেনে নভেম্বরের প্রথম মঙ্গলবার ভোট হয়েছে আমেরিকায়।