
দ্য ওয়াল ব্যুরো: মল্লিকবাজারে ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের (institute of neurosciences) কার্নিশে দাঁড়িয়ে রোগী! দৃশ্য দেখতে নীচে ব্যস্ত রাস্তায় ভিড় জমে যায়। শনিবার সকালে এই ঘটনা ঘটেছে। রোগীকে উদ্ধার করতে ঘটনাস্থলে পৌঁছেছেন দমকল কর্মীরা (Kolkata)।

সূত্রের খবর, হাসপাতালের জানলা দিয়ে কোনওভাবে বেরিয়ে পড়েন ওই রোগী। তারপর কার্নিশে পৌঁছে যান। তিনি ছিলেন ইনস্টিটিউট অফ নিউরোসায়েন্সের ৮ তলায়। সেই কার্নিশ থেকে নীচে তাকিয়েই রাস্তার লোকজনের উদ্দেশে হাতও নাড়তে শুরু করেন ওই রোগী। দৃশ্য দেখা হাড় হিম হয়ে যায় পথচলতি মানুষের। অত উঁচু থেকে একবার নীচে পড়ে গেলে আর বাঁচার আশা থাকবে না।
খবর পেয়েই ঘটনাস্থলে পৌঁছন দমকল কর্মীরা। হাসপাতাল থেকেই দমকলে খবর দেওয়া হয়। কার্নিশ থেকে ওই রোগীকে উদ্ধারের চেষ্টা চলছে। কীভাবে হাসপাতালের জানলা দিয়ে রোগী বেরিয়ে গেলেন, কীভাবে তিনি কার্নিশে পৌঁছে গেলেন, তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন: গঙ্গার জলে ভাসছে বড় কালো পাথর, ডোবালেও ডুবছে না! হইচই পড়ে গেছে শ্রীরামপুরে