Latest News

মন্দিরের মধ্যে ‘মুন্নি বদনাম হুয়ি’তে নেচে বিপাকে তরুণী! এফআইআরের নির্দেশ স্বরাষ্ট্রমন্ত্রীর

দ্য ওয়াল ব্যুরো: ‘মুন্নি বদনাম হুয়ি, ডার্লিং তেরে লিয়ে…’ বলিউডের এই জনপ্রিয় গানের নাচ করে অনেকেই চমক দেন। কেউ কেউ আবার সোশ্যাল মিডিয়ায় রিল (Social Media Reels) বানান, কেউ আবার মঞ্চে পারফর্ম করেন। কিন্তু সেই গানে নাচ করে যে এমন বিপদ হতে পারে তা কল্পনাও করতে পারেননি নেহা মিশ্র নামে এক তরুণী!

বিষয়টা কী?

মধ্যপ্রদেশের (Madhyapardesh) ছত্তরপুর জেলার একটি মন্দিরে অক্টোবর মাসের এক তারিখ গিয়েছিলেন নেহা। সেখানেই তিনি বহু প্রচলিত হিন্দি গানটিতে (Munni Badnam Hui) নাচ করে একটি ইনস্টাগ্রাম রিল বানান। সেটাই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেন। আর তাতেই ঘটে বিপত্তি। মন্দিরের মধ্যে এমন পোশাকে নাচ করলেন কীভাবে নেহা? এই প্রশ্ন তুলেই আপত্তি জানায় বজরং দল।

যদিও পরে তিনি সোশ্যাল মিডিয়া থেকে সেই ডিভিওটি ডিলিট করে ক্ষমা চেয়ে নেন। তবুও রেহাই মেলেনি নেহার। রাজ্যের স্বরাষ্ট্রমন্ত্রীর নির্দেশে থানায় এফআইআর দায়ের হয়। মঙ্গলবার টুইট করে সেকথাই জানান মন্ত্রী নরোত্তম মিশ্র।

সংবাদমাধ্যমকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, ‘নেহা যেভাবে পোশাক পরে মন্দিরে মন্দিরে ভিডিও শ্যুট করেছেন তা খবুই আপত্তিজনক। আমি ঘটনার প্রতিবাদ জানিয়েছি। এবং পুলিশ সুপারকে নির্দেশ দিয়েছি যে তাঁর বিরুদ্ধে এফআইআর দায়ের করতে।’

ভিডিও ঘিরে বজরং দলের আপত্তির পরেই সোশ্যাল মিডিয়া থেকে নিজের ওই ভিডিও নামিয়ে নেন নেহা। শুধু তাই নয়, ক্ষমা চেয়ে একটি ভিডিও পোস্ট করেন তিনি। সেখানে তিনি জানান, কারওর ভাবাবেগে আঘাত করার উদ্দেশ্য তাঁর ছিল না।

ভারত জোড়ো: পরশু মহীশূরে রাহুলের সঙ্গে হাঁটবেন সনিয়াও

You might also like