
দ্য ওয়াল ব্যুরো, উত্তর দিনাজপুর: ভরসন্ধেয় চা ব্যবসায়ীকে ( Injured Businessman ) লক্ষ্য করে গুলি চলল ইসলামপুরের হাইওয়েতে ( Islampur Shootout )। ঘটনা ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে শ্রীকৃষ্ণপুর এলাকায়।
পুলিশ সূত্রে জানা গেছে, ওই ব্যবসায়ীর নাম ভবেশ দেবনাথ। তাঁর গলায় গুলি লেগেছে। তাঁর অবস্থা আশঙ্কাজনক
ভবেশবাবুর স্ত্রী রিঙ্কি দেবনাথের অভিযোগ, বিপুল নামে এক ব্যক্তির দীর্ঘদিন ধরে ব্যবসায়ী শত্রুতা রয়েছে স্বামীর। এর আগেও তাঁকে প্রাণে মারার চেষ্টা করেছিল সে। এদিনেও বিপুলই গুলি করেছে বলে রিঙ্কির দাবি।
আবাস যোজনায় অনুপযুক্তদের নাম, তালিকা হাতে পেয়েই পঞ্চায়েত সদস্যের বাড়ি ঘেরাও
ভবেশবাবুর এক কর্মী বিশু দাস জানিয়েছেন, মাদারিপুর হাইওয়ে পার হওয়ার সময় তাঁর মালিককে লক্ষ্য করে কেউ বা কারা গুলি চালায়। সেখানে দীর্ঘক্ষণ জখম অবস্থায় পড়েছিলেন। তারপর স্থানীয়রাই পুলিশে খবর দেন। পুলিশ অ্যাম্বুল্যান্স নিয়ে গিয়ে ভবেশবাবুকে উদ্ধার করে ইসলামপুর হাসপাতালে পাঠায়।
ইসলামপুর হাসপাতাল সূত্রে খবর, এদিন ওই ব্যক্তিকে জখম অবস্থা আনার পর তাঁর শারীরিক অবস্থার অবনতি ঘটতে থাকে। এরপর তাঁকে উত্তরবঙ্গ মেডিকেল কলেজে স্থানান্তর করা হয়।