
দ্য ওয়াল ব্যুরো: বহুতলের (Multistoried Building) নীচে থেকে উদ্ধার করা হল সদ্যোজাত (Infant) শিশুকন্যার (Girl) মৃতদেহ (Dead Body)। শিশুটিকে ওই বহুতলের উপর থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে বলে মনে করা হচ্ছে। ঘটনার জেরে চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়।
ঘটনাটি ঘটেছে হাওড়ার (Howrah) শিবপুর কাউস ঘাট রোড এলাকায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, উপর থেকে ছুড়ে ফেলে দেওয়া হয়েছে শিশুকন্যাটিকে। তাঁরা জানিয়েছেন, হঠাৎ করেই উপর থেকে কিছু পড়ার আওয়াজ পেয়ে ছুটে আসেন সকলে। তখনই দেখা যায়, মাটিতে পড়ে রয়েছে শিশুটি। খবর পেয়ে ঘটনাস্থলে আসে শিবপুর থানার পুলিশ। সদ্যোজাতের মৃতদেহটি তুলে ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিশ।
পুলিশ জানিয়েছে, ১১ নং কাউস ঘাট রোডের ওই বহুতলের তিনতলায় থাকে এক মহিলা ও তার মা। ওই মহিলার সঙ্গে এক যুবকের অবৈধ সম্পর্ক রয়েছে। শিশুটি সেই যুবক ও ওই মহিলার সন্তান বুলে জানিয়েছে পুলিশ। বুধবারই শিশুটির জন্ম হয়। বাড়ির মধ্যেই ওই মহিলা অবাঞ্ছিত সন্তানের জন্ম দেয় বলে জানা গেছে।
প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, দুই মহিলা মিলেই খুন করেছে শিশুকন্যাটিকে। তাদের আটক করে জিজ্ঞাসাবাদ করছে পুলিশ। ভিসেরা পরীক্ষার জন্য শিশুটির দেহের কিছু অংশের নমুনা সংগ্রহ করা হয়েছে। গোটা বিষয়টি নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ।
চিটফান্ড এজেন্ট থেকে হাতুড়ে চিকিৎসক! শিশু বিক্রির অভিযোগে গ্রেফতার ভুয়ো ডাক্তার দম্পতি