
দ্য ওয়াল ব্যুরো: ইন্দোনেশিয়ার ভূমিকম্পে (Indonesia earthquake) লাফিয়ে লাফিয়ে বাড়ছে মৃতের সংখ্যা। মঙ্গলবার দুপুর পর্যন্ত পাওয়া খবর অনুযায়ী, বিধ্বংসী ভূমিকম্পে এখনও পর্যন্ত মৃত্যু (death) হয়েছে ২৫২ জনের। ইনস্টাগ্রাম পোস্টে মঙ্গলবার একথা জানিয়েছে স্থানীয় প্রশাসন।
সোমবার সকালে আচমকা কেঁপে ওঠে পশ্চিম জাভা এলাকার সিয়ানজুর শহর। ওই এলাকায় প্রায় ২৫ লক্ষ মানুষের বাস। কয়েক মুহূর্ত মাত্র স্থায়ী হয় কম্পন, তাতেই হুড়মুড়িয়ে ভেঙে পড়ে অসংখ্য ঘরবাড়ি। ফেটে যায় রাস্তা। রিখটার স্কেলে কম্পনের মাত্রা ছিল ৫.৬।
সরকারি সূত্রের খবর, এখনও পর্যন্ত ৩১ জন মানুষ নিখোঁজ। আহতের সংখ্যা ৩৭৭, গৃহহীন অন্তত ৭ হাজার ৬০ জন। বহু মানুষ খোলা আকাশের নীচে রাত কাটাচ্ছেন। গোটা শহরে বিদ্যুৎ নেই, জল নেই, নেই টেলিফোন সংযোগ। হাসপাতালগুলিতে হাহাকার শোনা যাচ্ছে কেবল। একের পর এক অ্যাম্বুল্যান্সে করে আসছেন জখমরা।
এক প্রত্যক্ষদর্শীর কথায়, ‘কিছু বোঝার আগেই ঘরের আলমারি পড়ে গেল, দেওয়ালটা ভেঙে পড়ল। সব দুলছিল। আমি ভাবছিলাম আমার মা, বাবা কোথায় গেল! তার পরে কিছু মনে নেই আমার।’
প্রসঙ্গত, গত শুক্রবারও জোরদার ভূকম্পন হয়েছিল ইন্দোনেশিয়ায়। রিখটার স্কেলে তীব্রতা ছিল ৬.৯। কিন্তু সেদিন কোনও ক্ষয়ক্ষতি সেভাবে হয়নি। সোমবার কম্পনের মাত্রা কম হওয়া সত্ত্বেও বিপুল ক্ষয়ক্ষতির মুখে পড়ল ইন্দোনেশিয়া।
২০০৪ সালে ৯.১ মাত্রার ভূমিকম্পে কেঁপে উঠেছিল ইন্দোনেশিয়ার সুমাত্রা দ্বীপ। এর পরেই হয়েছিল ভয়াবহ সেই সুনামি। ভারতীয় মহাসাগরের উপকূল বরাবর ২ লক্ষ ২৬ হাজার মানুষ প্রাণ হারিয়েছিলেন। এবারের ভূমিকম্পে যেন আবারও ফিরে আসছে সেই স্মৃতি।
নদিয়ায় ছেলেকে ‘শাস্তি’ দিতে খুন করল সৎ মা! পরকীয়া দেখে ফেলেন তিনি, তুলে রাখেন ছবিও