Latest News

ইন্দিরা-রাজীব শহিদ হননি, দুর্ঘটনায় মৃত্যু হয়েছে তাঁদের! মন্তব্য উত্তরাখণ্ডের বিজেপি নেতার

দ্য ওয়াল ব্যুরো: ইন্দিরা গান্ধী (Indira Gandhi), রাজীব গান্ধীর (Rajiv Gandhi) মৃত্যুর ঘটনা নেহাতই দুর্ঘটনা (Accidents)। শহিদ তকমা গান্ধী পরিবারের ‘একচেটিয়া অধিকার’ নয়। ‘ভারত জোড়ো যাত্রা’ নিয়ে রাহুল গান্ধীকে কটাক্ষ করতে গিয়ে এমনই মন্তব্য করলেন উত্তরাখণ্ডের (Uttarakhand) কৃষি, কৃষক কল্যাণ ও গ্রামোন্নয়ন মন্ত্রী তথা বিজেপি (BJP) নেতা গণেশ যোশী।

সোমবার জম্মু-কাশ্মীরের শ্রীনগরে শেষ হয়েছে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’। সেখানে লাল চকে জাতীয় পতাকা উত্তোলনের পর তাঁর ঠাকুমা ইন্দিরা গান্ধী এবং বাবা রাজীব গান্ধীর হত্যার প্রসঙ্গ তুলে ধরেন। এই প্রেক্ষিতেই গান্ধী পরিবারের শহিদ তকমা নিয়ে পাল্টা প্রশ্ন তোলেন গণেশ যোশী।

গত শতকের প্রাক্তন দুই প্রধানমন্ত্রীর হত্যা প্রসঙ্গে ঠিক কী বলেছেন গণেশ যোশী? তিনি বলেন, “শহিদ তকমা গান্ধী পরিবারের ‘একচেটিয়া অধিকার’ নয়। স্বাধীনতা সংগ্রামের জন্য ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদ, সাভারকারদের শহিদ হতে দেখা গিয়েছে। কিন্তু গান্ধী পরিবারের সদস্যদের সঙ্গে যেটা ঘটেছিল সেটা নেহাতই দুর্ঘটনা। এই দুটোর মধ্যে আকাশ-পাতাল ফারাক রয়েছে।”

অন্যদিকে জম্মু-কাশ্মীরে রাহুল গান্ধীর ‘ভারত জোড়ো যাত্রা’ নির্বিঘ্নে শেষ হওয়ার জন্য প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকেই কৃতিত্ব দিয়েছেন গণেশ যোশী। তিনি বলেছেন, “কাশ্মীরে এই যাত্রার সফলতার সম্পূর্ণ কৃতিত্ব প্রধানমন্ত্রীর। তাঁর নেতৃত্বে ৩৭০ ধারার বিলুপ্তি না ঘটলে জম্মু-কাশ্মীর স্বাভাবিক ছন্দে ফিরত না। আর তাহলে রাহুল গান্ধীও লালচকে জাতীয় পতাকা উত্তোলন করতে পারতেন না।”

মদের দোকান বন্ধ করে গোয়ালঘর তুলুন, মহিলাদের বিরুদ্ধে অপরাধ কমাতে নয়া দাওয়াই উমার

You might also like