Latest News

ভারতে কোভিডে আক্রান্ত ১ লক্ষ ২৭ হাজার, কমল পজিটিভিটি রেট

দ্য ওয়াল ব্যুরো : দেশে ফের কমল কোভিড সংক্রমণ (Covid Infection)। শনিবার সকালে জানা যায়, তার আগের ২৪ ঘণ্টায় ভারতে কোভিডে আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ২৭ হাজার ৯৫২ জন। গত দিনের তুলনায় সংক্রমণের এই হার ১৪ শতাংশ কম। পজিটিভিটি রেটও (Positivity Rate) কমে হয়েছে ৭.৯ শতাংশ। মোট আক্রান্তের মধ্যে ৩.১৬ শতাংশ অ্যাকটিভ (Active) রোগী। সুস্থ হয়ে ওঠার হার ৯৫.৬৪ শতাংশ।

কোভিডের ওমিক্রন ভ্যারিয়ান্টের জন্য গত ডিসেম্বর থেকে দেশে হু হু করে বাড়তে থাকে আক্রান্তের সংখ্যা। বর্তমানে দেশে অ্যাকটিভ কোভিড রোগীর সংখ্যা ১৩ লক্ষ ৩১ হাজার ৬৪৮ জন। গত ২৪ ঘণ্টায় মারা গিয়েছেন ১০৫৯ জন কোভিড রোগী। দেশে অতিমহামারী শুরু হওয়ার পর থেকে গত শুক্রবার পর্যন্ত কোভিডে মারা গিয়েছেন ৫ লক্ষ মানুষ।

গত ২৪ ঘণ্টায় দেশে সুস্থ হয়ে উঠেছেন ২ লক্ষ ৩০ হাজার ৮১৪ জন। অতিমহামারী শুরু হওয়ার পরে এই নিয়ে সুস্থ হয়ে উঠলেন মোট ৪ কোটি ২ লক্ষ ৪৭ হাজার ৯০২ জন।

গত ২৪ ঘণ্টায় কোভিড টেস্ট হয়েছে ১৬ লক্ষ ৩ হাজার ৮৫৬ জনের। অতিমহামারী শুরু হওয়ার পরে দেশে টেস্ট হয়েছে মোট ৭৩ কোটি ৭৯ হাজার মানুষের। এখনও পর্যন্ত ভ্যাকসিনের মোট ১৬৯ কোটি ডোজ দেওয়া হয়েছে।

গত ২৪ ঘণ্টায় দিল্লিতে কোভিডে আক্রান্ত হয়েছেন ২২৭২ জন। মারা গিয়েছেন ২০ জন। পজিটিভিটি রেট কমে দাঁড়িয়েছে ৩.৮৫ শতাংশ। মহারাষ্ট্রে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ১৩ হাজার ৮৪০ জন। রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী রাজেশ তোপী বলেন, মহারাষ্ট্রের সর্বত্র সংক্রমণ কমছে। আশা করা হচ্ছে, মার্চের দ্বিতীয় বা তৃতীয় সপ্তাহে কোভিডের তৃতীয় ঢেউ স্তিমিত হয়ে যাবে।

You might also like