
দ্য ওয়াল ব্যুরো: নেতাই শুধু নেই, বাকিরা সবাই রয়েছে। একই যাত্রায় পৃথক ফল হল বিরাট কোহলির ক্ষেত্রে। প্রথম টেস্টে খেলতে নামার আগে ভারতীয় দলের নৈশ পার্টিতে অধিনায়কই ছিলেন না, না হলে বাকিরা সবাই ছিলেন। এমনকি যে রাহুল দ্রাবিড় ক্রিকেটার জীবনে কোনও পার্টিতে যেতে চাইতেন না, তিনিও ছিলেন।
এমনিতেই প্রথম টেস্টের আগে পুরোদমে অনুশীলন করছে ভারতীয় দল। দীর্ঘক্ষণ ধরে চলছে দ্রাবিড়ের ক্লাসও। প্র্যাকটিস শেষের পরে সন্ধ্যেবেলায় রুমে ফিরে সবাই আবার ক্যাজুয়াল ড্রেস পরে বারবি কিউ পার্টিতে অংশ নেন। দ্রাবিড়, লোকেশ, চেতেশ্বর পূজারা, রাহানেদের দেখা যায় সবাই জিনস পরেছেন।
ভারতের পুরো দলটাই রয়েছে একটি বিলাসবহুল রিসর্টে। বাইরে কোথাও যাওয়ার প্রয়োজনই নেই। এই রিসর্টের মধ্যে রয়েছে সবকিছুই, ব্যাঙ্ক থেকে মার্কেটিং মল, কিংবা অন্যান্য সব ব্যবস্থাও। যেহেতু ওমিক্রনের দাপটে দক্ষিণ আফ্রিকায় বাড়তি সতর্কতা রয়েছে, সেই কারণে পুরো দল রয়েছে জৈব বলয়ের মধ্যেই।
Nothing like a fiery BBQ night 🔥 pic.twitter.com/0S7h7be5ni
— Mayank Agarwal (@mayankcricket) December 21, 2021
সেখানেই পার্টির আয়োজন করা হয়। সবাই মিলে একসঙ্গে খেয়েছেন ক্রিকেটাররা। কোহলি কেন ছিলেন না, সেই নিয়েও জল্পনা শুরু হয়েছে। ভারতীয় দল সূত্রে জানা গিয়েছে, কোহলি যেহেতু পরিবার নিয়ে গিয়েছেন, সেই কারণে তাঁর সঙ্গে রয়েছে স্ত্রী ও কন্যা। তাঁদের ঘরে রেখে তিনি পার্টিতে যেতে চাননি। বারবি কিউ পার্টির ছবি মায়াঙ্ক আগরওয়াল টুইটারে পোস্ট করেছেন। তিনি লিখেছেন, এর চেয়ে ভাল বারবি কিউ পার্টি হতেই পারে না।
২৬ ডিসেম্বর থেকে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে প্রথম টেস্টে নামছে ভারতীয় দল। টিম ইন্ডিয়া এখনও পর্যন্ত দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে কোনও টেস্ট সিরিজ জেতেনি।
এ বার তাদের সামনে টেস্ট সিরিজ জিতে ইতিহাস লেখার বড় সুযোগ রয়েছে। ১৯৯২-৯৩ সালে ভারত তাদের প্রথম সফরের পর থেকে মোট সাতটি টেস্ট সিরিজ খেলেছে। তার মধ্যে ছ’টিতেই জিতেছে দক্ষিণ আফ্রিকা। তার মধ্যে একটি টেস্ট সিরিজ ড্র হয়।