
সিইও পদে ডরসির মেয়াদ ২০২২ পর্যন্ত ছিল। কিন্তু মেয়দ শেষের আগেই দায়িত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছেন তিনি। টুইটারের তরফে জানানো হয়েছে, যতদিন না মেয়াদ শেষ হচ্ছে, ততদিন টুইটারের পরিচালক মণ্ডলীর বোর্ডে থাকবেন ডরসি। তবে সরে দাঁড়াবেন সিইও পদ থেকে।
টুইটারের প্রতিষ্ঠাতাদের মধ্যে অন্যতম ছিলেন ডরসি। তিনি বলেছন, আমি সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নিয়েছি। কারণ আমার মনে হয় এই কোম্পানি এখন প্রতিষ্ঠাতাদের হাত থেকে সরে যাওয়ার মতো জায়গায় পৌঁছে গেছে। পরাগের উপর আমার সম্পূর্ণ আস্থা রয়েছে। গত ১০ বছর ধরে ও যেভাবে কাজ করেছে তা সত্যিই প্রশংসনীয়। এখন ওর নেতৃত্ব দেওয়ার সময়।