
দ্য ওয়াল ব্যুরো: বারাণসী থেকে ২২ দিন আগে রওনা করিয়ে দিয়েছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার গভীর রাতে বাংলাদেশের (Bangladesh) জলসীমায় প্রবেশ করেছে গঙ্গা বিলাস (Ganga Vilas) নামে প্রমোদ তরীটি। আজ একটু পরেই সেটি বাগেরহাটের মোংলা বন্দরে পৌঁছবে। বিশ্বের দীর্ঘতম জলযাত্রায় বেরিয়েছে ভারতের প্রধানমন্ত্রীর উদ্বোধন করা এই জলযান (indian cruise ship)।
বাংলাদেশে সেটিকে আনুষ্ঠানিকভাবে স্বাগত জানাতে সরকারের তরফে বড় আয়োজন করা হয়েছে। বাংলাদেশের নৌ পরিবহণ প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী, ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশনার প্রণয় ভার্মা, মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল মীর এরশাদ আলীসহ পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকবেন বলে জানানো হয়েছে। ৫২ দিনের যাত্রাপথে বাংলাদেশে জলযানটি ছয়দিন থাকবে।
আজ বাংলাদেশের সুন্দরবন পরিদর্শনের পর পর্যটকদের নিয়ে দেখানো হবে বাগেরহাটের ঐতিহাসিক ষাট গম্বুজ মসজিদ। এরপর বরিশাল হয়ে ঢাকার গোয়ালন্দ ঘাটে পৌঁছবে। বাংলাদেশের রাজধানীতে দু’দিন কাটাবেন পর্যটকেরা। ১৩ মার্চ সেটি অসমের ডিব্রুগড় পৌঁছবে। ডিব্রুগড় যাওয়ার পথে টাঙ্গাইল, সিরাজগঞ্জ, রংপুরেও যাবে ভারতীয় জলযানটি।

প্রসঙ্গত, বাংলাদেশের ভিতর দিয়ে নদী পথে ভারতীয় জলযান যাতায়াতের এই ব্যবস্থা গত বছর চালু হয়েছে পণ্য পরিবহণের জন্য। ভারতের উত্তর-পূর্বের রাজ্যগুলিতে খাদ্য-সহ জরুরি পণ্য অনেক কম সময় এবং খরচে পৌঁছে দেওয়া যাচ্ছে বাংলাদেশের নদীপথ ব্যবহার করে। এবার পর্যটন বিকাশেও দু দেশ তাদের জলপথ ব্যবহার করা শুরু করল। ডিব্রুগড় হয়ে একই পথে গঙ্গা বিলাস হলদিয়া, কলকাতা-সহ বাংলার বিস্তীর্ণ এলাকা ছুঁয়ে বারাণসী ফিরে যাবে। সেটিতে সুইৎজারল্যান্ডের ২৭ জন এবং একজন জার্মান নাগরিক ভ্রমণ করছেন।
রেলে অনলাইনে টিকিট কাটেন? সেপ্টেম্বর থেকে পরিষেবায় আসছে আমূল পরিবর্তন, জানুন বিস্তারিত