
সম্প্রতি মেয়ের সঙ্গে নীল সমুদ্রের মাঝে বোটে বসে ছবি পোস্ট করেছেন। সঙ্গে মেয়ে-বাবার কথোপকথন ক্যাপশনে লিখেছেন। নীল সমুদ্রের মাঝে বসে, অপরূপ সৌন্দর্য দেখে হারিয়ে গেছেন শচীন, সারা। বাবা-মেয়ে দুজনের গায়েই লাইফ সেভিং জ্যাকেট। চোখে দামি চশমা। বোঝাই যাচ্ছে কতটা মজা করছেন তাঁরা। আবার ছেলের সঙ্গেও একটা ছবি পোস্ট করেছেন শচীন। ক্যাপশনে লিখেছেন, “ভ্যাকেশন ভাইবস!”
মাস্টারব্লাস্টার আকাশে উড়ছেন! ভিডিও দেখে নেটিজেনরা এমন মন্তব্যই করেছেন। লকডাউনে এতগুলো মাস ঘরে কাটানোর পর, বাড়ির বাইরে এখন তিনি ছুটি কাটাচ্ছেন। প্যারাসেলিং করছেন শচীন। খোলা আকাশের তলায় দুহাত ছড়িয়ে পাখির মতোই যেন উড়ছেন তিনি। ভিডিওর ব্যাকগ্রাউন্ডে ‘উড় গেয়ে’ গান। সঙ্গে ক্যাপশনেও লিখেছেন, “উড়ে গেলাম আমি!”
আবার মাঠে গল্ফ খেলতেও দেখা গেল শচীনকে। ছবির নীচে তাঁর কয়েকজন অনুরাগী লিখেছেন, “এবার কি ক্রিকেট ছেড়ে গল্ফ খেলবেন ভগবান!” গল্ফ কোর্সে মিউজিকের সঙ্গে তাল মিলিয়ে গল্ফ খেলার স্টিক হাতে নিয়েই নেচে দেখাচ্ছেন তিনি। এ কোন শচীন! এত মজা করতে পারেন, কে জানত!
শঙ্কর মহাদেবনের ‘দিল চাহতা হে’ গান ব্যাকগ্রাউন্ডে, আরও একটি ভিডিও পোস্ট করেছেন শচীন। তিনি বাগানে সাইকেল চালাচ্ছেন, খালি পায়ে। ছোট শর্টস, চেকস শার্টে শচীন যেন ২৫ বছরের ‘যুবক’। তেমনই একটি ছবি পোস্ট করে শচীন লিখেছেন, “ব্যালেন্স আর ফুটওয়ার্ক এখনও ভীষণ গুরুত্বপূর্ণ প্রতিটা জায়গায়।” বিন্দাস মেজাজে শচীনকে দেখে তো থ নেটিজেনরা।
কোথায় বেড়াতে গেছেন কোনও কূলকিনারা খুঁজে পাচ্ছেন না কেউ। সমুদ্রে না পাহাড়ে! শচীন একটি ছবি পোস্ট করেছেন, তাতে দেখা গেছে পিছনে সবুজ পাহাড়। মাঝে নীল জল। দূরে হোটেলের সুইমিং পুলে তিনি খালি গায়ে নিজেকে ভাসিয়ে দিয়েছেন। সেখান থেকেই দেখা যাচ্ছে এমন ভিউ। শচীনের পোস্ট করা একের পর এক ভিডিও, ছবি দেখে চোখ ধাঁধিয়ে যাচ্ছে সকলের । অনেকেই আবার সোশ্যাল মিডিয়াকে ধন্যবাদ জানাচ্ছেন। তাঁদের মতে সোশ্যাল মিডিয়া না থাকলে, ভারতের কিংবদন্তি ক্রিকেটারকে এমন নতুন রূপে দেখা যেত না।