
দ্য ওয়াল ব্যুরো: কাশির ওষুধের পরে এবার কাঠগড়ায় ভারতের তৈরি চোখের ওষুধ (Eyedrops)। ভারতীয় কোম্পানির তৈরি একটি আইড্রপ থেকে চোখের মারাত্মক সংক্রমণ ছড়ানোর অভিযোগ উঠেছে। আমেরিকায় এই আইড্রপ ব্যবহার করে একজনের মৃত্যু হয়েছে বলে দাবি, চোখের অসুখে আক্রান্ত আরও ৫৫ জন। ওষুধটিকে নিষিদ্ধ ঘোষণা করেছে মার্কিন সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল (CDC)।
মার্কিন সিডিসি-র দাবি, চেন্নাইয়ের গ্লোবাল ফার্মা হেলথকেয়ারের তৈরি আইড্রপ ইজরিকেয়ার আর্টিফিশিয়াল টিয়ারস (EzriCare Artificial Tears) নামে ওষুধটি থেকে চোখ ও রক্তের সংক্রমণ হচ্ছে। এই ওষুধটি থেকে এমন ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে যাতে চোখ ফুলে লাল হয়ে যাচ্ছে, রক্তেও সংক্রমণ ছড়াচ্ছে। এমনকি এই ওষুধ ব্যবহারে দৃষ্টি ঝাপসাও হয়েছে অনেকের। প্রায় ১১টি রাজ্যে এই ওষুধ থেকে চোখের সংক্রমণ ছড়ানোর খবর পাওয়ার পরেই আইড্রপটি নিষিদ্ধ করে দেয় সিডিসি।
মার্কিন ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন (FDA) এই ওষুধটির উপাদানগুলো যাচাই করে দেখছে। বিশেষজ্ঞরা বলছেন, এই আইড্রপ থেকে চোখে সিউডোমোনাস অ্যারুগিনোসা (Pseudomonas aeruginosa,) নামে ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে। এই ধরনের ব্যাকটেরিয়া সাধারণত ফুসফুস, রক্তে সংক্রমণ ছড়ায়। তবে ওই ওষুধটি থেকে চোখেও এই প্রকার ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে বলে খবর। শুধু তাই নয়, ব্যাকটেরিয়াটি ক্রমেই অ্য়ান্টিবায়োটিক প্রতিরোধী (Antibiotic Resistant) হয়ে উঠছে। মানে হল, অ্যান্টিবায়োটিক খেয়েও এই ব্যাকটেরিয়ার সংক্রমণ সারানো সম্ভব নয়।
সিকল সেল অ্যানিমিয়া গর্ভাবস্থায় কতটা ক্ষতি করে, কীভাবে মা-বাবার থেকে সন্তানে আসে রোগ
ভারতের তৈরি কাশির ওষুধ খেয়ে উজবেকিস্তানে শিশু মৃত্যুর ঘটনার রেশ এখনও কাটেনি। নয়ডায় দুটি ওষুধ কোম্পানি বন্ধই হয়ে গেছে এই জন্য। কাঠগড়ায় তোলা হয়েছে সেই ফার্মা কোম্পানির মালিকদের। এরপরে ভারতের তৈরি চোখের ওষুধ নিয়ে অভিযোগ উঠল। মার্কিন বিশেষজ্ঞরা বলছেন, এই ওষুধ থেকে যে ব্যাকটেরিয়ার সংক্রমণ হচ্ছে তারা দূষিত জলে জন্মায়। ওষুধ থেকে কীভাবে সংক্রমণ ছড়াচ্ছে সেটা বোঝা যাচ্ছে না।