
দ্য ওয়াল ব্যুরো: চিন (China) নিয়ে দুর্ভাবনার শেষ নেই ভারতের। লাদাখ সীমান্তে চিনের লাল ফৌজের সক্রিয়তা নিয়ে বারে বারেই সরব হয়েছে বিরোধীরা। সম্প্রতি অরুণাচল প্রদেশে চিন সীমান্ত পরিদর্শন করেছেন সেনা প্রধান (army chief) মনোজ পাণ্ডে। সীমান্তের কঠিন পরিবেশের মধ্যে চিনা সেনার বিরুদ্ধে লড়াইয়ে ব্যস্ত ভারতীয় জওয়ানদের (Indian Army) সঙ্গে দীর্ঘ সময় কাটিয়ে মানসিক বল জুগিয়েছেন সেনা প্রধান।
মঙ্গলবার ভারতীয় সেনার নর্দার্ন কমান্ডের প্রধান লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী বললেন, ‘লাদাখ সীমান্তে যে কোনও পরিস্থিতিতে চিনকে জবাব দিতে প্রস্তুত ভারতীয় সেনা।’
তাঁর কথায়, ‘প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় চিন একতরফাভাবে স্থিতাবস্থা পরিবর্তনের চেষ্টা করলেও তা রুখে দিতে ভারতীয় সশস্ত্র বাহিনী দ্রুত সমন্বিত পদক্ষেপ করার প্রস্তুতি নিয়ে রেখেছে।’
এই সেনা কর্তার কথায়, ভারতীয় সেনার তিন বাহিনী সীমান্তে জবাব দিতে প্রস্তুত।
দ্বিবেদী বলেন, কূটনৈতিক এবং সেনা স্তরে প্রকৃত নিয়ন্ত্রণ রেখার অস্থিরতা দূর করার উদ্যোগ সমানতালে চলছে। তবে, পূর্ব লাদাখে ভারতীয় সেনার শারীরিক উপস্থিতি এবং প্রযুক্তিগত সক্ষমতা, দুই-ই ক্ষেত্রেই আধিপত্য বজায় আছে। দেশের অখণ্ডতা নিয়ে শঙ্কিত হওয়ার কিছু নেই।
হেয়ার স্ট্রিট থানা এলাকায় ঝাঁঝালো রাসায়নিক গ্যাস! অসুস্থ কমপক্ষে ১৪, আশঙ্কাজনক ৩