Latest News

কয়েক পা সরেছে ওরা, ফিরে আসতে পারে! লাদাখ সীমান্তে চিনের সেনার মতিগতি নিয়ে এখনও নিশ্চিত নয় ভারত

দ্য ওয়াল ব্যুরো: পূর্ব লাদাখের গালওয়ান উপত্যকার ১৪ নম্বর পেট্রোলিং পয়েন্ট থেকে মাত্র এক কিলোমিটার সরেছে চিনা ফৌজ। প্যাঙ্গং রেঞ্জের ফিঙ্গার পয়েন্টে তাদের অস্থায়ী ছাউনিগুলিও সরানো হয়েছে। তবে চিনা বাহিনীর এই অতি সামান্য পদক্ষেপে এখনও আশার আলো দেখছে না ভারতীয় সেনাবাহিনী। বরং সেনা সূত্রে জানানো হয়েছে, ভারতীয় ভূখণ্ডে যে প্রায় ১৮ কিলোমিটার এলাকা অবধি ঢুকে এসেছিল লাল ফৌজ, সেখানে মাত্র এক থেকে দুই কিলোমিটার পিছু হটেছে তারা। প্রকৃত নিয়্ন্ত্রণ রেখা পেরিয়ে নিজেদের নিয়ন্ত্রণাধীন এলাকায় ফিরে যায়নি। তাই চিনা বাহিনীর ফের ফিরে আসার সম্ভাবনাকে একেবারেই উড়িয়ে দেওয়া যাচ্ছে না।

সেনার তরফে জানানো হয়েছে, দুই দেশের বাহিনীর যেখানে সংঘর্ষ হয়েছিল সেই পিপি ১৪ থেকে মাত্র দেড় কিলোমিটার সরেছে চিনের বাহিনী। পেট্রোলিং পয়েন্ট ১৫ ও পেট্রোলিং পয়েন্ট ১৭-এ থেকে কিছু তাঁবুও গুটিয়ে ফেলা হয়েছে। তবে চিনা ফৌজের হাবভাবে খুব একটা স্বস্তি মিলছে না। সীমান্তে পরিস্থিতির দিকে সতর্ক নজর রাখা হচ্ছে।

গত ৩০ জুন চিন-ভারত সেনা কম্যান্ডার পর্যায়ের বৈঠকের পরে সীমান্ত সমস্যার সমাধান না হওয়ায় চিনের বিদেশমন্ত্রী ওয়াং ই-র সঙ্গে ফোনে কথা বলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল। এই কথোপকথনের পরে বিদেশ মন্ত্রক বিবৃতি দিয়ে জানায়, এই আলোচনায় দুই তরফই সীমান্ত থেকে সেনা সরানোর ব্যাপারে নিশ্চিত হয়েছে। প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় দুই দেশের সীমান্তে শান্তি ও সুস্থিতি ফিরিয়ে আনতে দুই দেশকে তাদের বাহিনী সরিয়ে নেবে। মধ্যবর্তী স্থানে অন্তত তিন কিলোমিটার জুড়ে একটা নিরপেক্ষ এলাকা বা বাফার জ়োন তৈরি হবে। দুই দেশই যাতে এলএসি-র বিধি কঠোরভাবে মেনে চলে সেটা সুনিশ্চিত করা হবে।

আরও পড়ুন: পিছু হটছে চিনের লাল ফৌজ, গালওয়ানে উধাও তাঁবু, প্যাঙ্গং এলাকায় পিছিয়েছে সাঁজোয়া গাড়ি

ডোফালের সঙ্গে কথার পরেই বরফ কিছুটা গলে। গতকাল রাত থেকেই ধীরে ধীরে বাহিনী ও সাঁজোয়া গাড়ি নিয়ে পিছু হটতে শুরু করেছে চিন। বাহিনী সরিয়েছে ভারতও। তবে গালওয়ান ও প্যাঙ্গং রেঞ্জের পুরো পরিস্থিতি খতিয়ে না দেখে এখনই নিশ্চিত হওয়া যাচ্ছে না বলেই জানিয়েছে ভারতীয় সেনা সূত্র। জানা গেছে, গোগরা হট স্প্রিং ও প্যাঙ্গং লেক বরাবর কিছু সাঁজোয়া গাড়ি সরিয়েছে চিন। তবে তাদের বাহিনী এখনও পুরোপুরি ফিরে যায়নি। তাছাড়া প্যাঙ্গং রেঞ্জে ফিঙ্গার পয়েন্ট ৪ এর কাছাকাছি নিজেদের কংক্রিটের বাঙ্কার বানিয়েছিল চিনা সেনা। সেই এলাকা জুড়েই তৈরি হয়েছিল শতাধিক অস্থায়ী ছাউনি। সামরিক পরিকাঠামোও গড়ে তোলা হয়েছিল। তৈরি হয়েছিল অস্থায়ী বিমানঘাঁটি। সেইসব এখনও পুরোপুরি সরানো হয়েছে কিনা তা নিশ্চিত নয় ভারতীয় বাহিনী।

প্যাঙ্গং-এর ফিঙ্গার পয়েন্ট ৮ অবধি এখনও চিনা ফৌজের তৎপরতা রয়েছে। সেখানে টহল দিতে পারছে না ভারতীয় বাহিনী। পাশাপাশি, ‘ওয়াই-জংশন’ থেকেই পেট্রোলিং পয়েন্ট ১০, ১১এ, ১২ ও ১৩ –তে যাওয়ার রাস্তাতেও চিনা বাহিনী ঘাঁটি গেড়ে রয়েছে। সেখানেও ভারতীয় সেনাদের যাওয়ার রাস্তা প্রায় বন্ধ। সুতরাং চিনা সেনা যতক্ষণ না প্রকৃত নিয়ন্ত্রণরেখার ওপারে ফিরছে, ততক্ষণ তাদের ফের ফিরে আসার সম্ভাবনা থেকেই যাচ্ছে।

You might also like