
দ্য ওয়াল ব্যুরো: ভিয়েতনাম সফরের শুরুটা খুব একটা সুখকর হল না ভারতের। প্রথম ম্যাচেই ড্র করলেন সুনীলরা। মাঠে ভারতীয় ফুটবল টিমকে জোর টক্কর দিল সিঙ্গাপুর (India vs singapore Match)। এএফসি এশিয়া কাপ (AFC Asia Cup) এখন দেরি আছে কিন্তু বলাই চলে এই সফরেই প্রস্তুতি সারতে চাইছেন সুনীলরা। কিন্তু প্রথম ম্যাচে ধাক্কা খেলেন তাঁরা।
এদিনের ম্যাচে ১-১ গোলে সমাপ্তি হয় ম্যাচের। দুটি গোলই আসে ম্যাচের প্রথমার্ধে। ম্যাচের ৩৭ মিনিটের মাথায় ইখসান ফান্ডির গোলে এগিয়ে যায় সিঙ্গাপুর। তবে ৬ মিনিট পরেই ম্যাচে সমতা ফেরান আশিক কুরুনিয়ান।
শনিবারের ম্যাচে হো চিমিন সিটির থং নহত স্টেডিয়ামে নামার আগে আত্মবিশ্বাসে ভরপুর ছিল ভারতীয় ফুটবল দল। কোচ ইগর স্টিমাচের গলাতেও শোনা গিয়েছিল সেই সুর। কিন্তু এদিনের ম্যাচে সেই সুর কিছুটা ছন্দহীন বলেই মনে হয়েছিল।
আগামী মঙ্গলবার আয়োজক দেশ ভিয়েতনামের বিরুদ্ধে নামছে ভারত। এখন দেখার সেই ম্যাচে কি ঘুরে দাঁড়াতে পারবেন সুনীলরা? পারবেন ইগর স্টিমাচ নিজেকে প্রমাণ করতে? এইসব প্রশ্নের উত্তর মিলবে দু’দিন বাদেই।
সপ্তক আর ইমামি-ইস্টবেঙ্গলের মিডিয়া ম্যানেজার নন, তাঁর সঙ্গে সম্পর্ক নেই লাল-হলুদের